Daffodil International University
General Category => Common Forum => Topic started by: Md. Nazmul Hasan on March 09, 2017, 09:53:07 AM
-
এ রকম হতে পারে আইফোন ৮।এ রকম হতে পারে আইফোন ৮।
এ বছরে আইফোন ৮ বাজারে আনতে পারে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। নতুন আইফোন ঘিরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে নানা গুঞ্জন রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবর মাস নাগাদ নতুন আইফোনের ঘোষণা দিতে পারে অ্যাপল।
ব্যবসাবিষয়ক পত্রিকা নিক্কেই সম্প্রতি আইফোন ৮-এর দাম বিষয়ে তথ্য ফাঁস করেছে। নিক্কেইয়ের তথ্য অনুযায়ী, আইফোন ৮-এর দাম হবে এক হাজার মার্কিন ডলার। এযাবৎকালের সবচেয়ে দামি আইফোন হবে এটি।
৫ দশমিক ৮ ইঞ্চি মাপের এ ফোনে ওএলইডি ডিসপ্লে থাকবে। একে আইফোন এক্স নাম দিতে পারে অ্যাপল। নতুন আইফোনে তারহীন চার্জিং সুবিধা থাকতে পারে। এ ছাড়া নকশার দিক থেকে বড় ধরনের পরিবর্তন আনবে অ্যাপল। তথ্যসূত্র: এনডিটিভি।