Daffodil International University

Faculty of Humanities and Social Science => Journalism & Mass Communication => Topic started by: Md. Alamgir Hossan on March 12, 2017, 10:59:20 AM

Title: হাজারীবাগের ট্যানারি বন্ধে হাই কোর্টের রায় আপিলেও বহাল
Post by: Md. Alamgir Hossan on March 12, 2017, 10:59:20 AM
সাভারে স্থানান্তর না হওয়া হাজারীবাগের সব ট্যানারি অবিলম্বে বন্ধে হাই কোর্টের দেয়া রায় আপিল বিভাগেও বহাল রয়েছে। সেই সঙ্গে কারখানাগুলোর বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগবিচ্ছিন্ন করার আদেশও বহাল রয়েছে।

রবিবার ট্যানারি মালিকদের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

আদালতে মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আদালতে আবেদন দায়ের করেন বাংলাদেশ ফিনিশড লেদারের চেয়ারম্যান।

এর আগে গত ৬ মার্চ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেইসঙ্গে আগামী ৬ এপ্রিলের মধ্যে এসব ট্যানারি বন্ধে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া দেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের যৌথ বেঞ্চ এ নির্দেশ দেন।

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক সম্পূরক আবেদনের শুনানিতে এ আদেশ দেয়া হয়। শুনানিতে বেলার পক্ষে ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী।
Title: Re: হাজারীবাগের ট্যানারি বন্ধে হাই কোর্টের রায় আপিলেও বহাল
Post by: shafayet on March 13, 2017, 07:42:00 PM
Thanks for sharing :)
Title: Re: হাজারীবাগের ট্যানারি বন্ধে হাই কোর্টের রায় আপিলেও বহাল
Post by: Ratul.JMC on August 05, 2021, 10:01:50 PM
Thank you very much for your post. :)