Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Rasel Hossen on March 12, 2017, 09:14:32 PM
-
দেশের বাজারে জেড এয়ার প্রো ব্র্যান্ডের সাশ্রয়ী ল্যাপটপ বিপণন শুরু করেছে আই লাইফ টেকনোলজি ইনকরপোরেশন নামের একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপে রয়েছে ১৪ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৮ হাজার মিল্যিআম্পিয়ার ব্যাটারি, ৩২ জিবি স্টোরেজ, ২ জিবি র্যাম। উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর এই ল্যাপটপের ওজন এক দশমিক ২৫ কেজি।
আই লাইফের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ল্যাপটপ দিয়ে এমএস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইমেইলের মতো কাজগুলো সহজে করা যায়। এক্সটারনাল হার্ডডিস্ক, পেনড্রাইভ সমর্থন করে এটি। এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।
-
অখ্যাত কম্পানির ল্যাপটপ না কেনাই ভালো
-
WOW!! Thanks for sharing.