Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Rasel Hossen on March 12, 2017, 10:15:04 PM

Title: এবার ঘরময় তারহীন চার্জ
Post by: Md. Rasel Hossen on March 12, 2017, 10:15:04 PM
ব্যাপারটা কেমন হতো যদি দিন শেষে ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে পকেটে থাকা মুঠোফোন স্বয়ংক্রিয়ভাবে চার্জ হতে শুরু করত? ঠিক এই কাজটাই করে দেখিয়েছেন ডিজনি রিসার্চের একদল বিজ্ঞানী। তাঁরা এমন এক যন্ত্র তৈরি করেছেন, যার মাধ্যমে কোনো ঘরে থাকা বিভিন্ন যন্ত্রে তারহীন প্রযুক্তির মাধ্যমে চার্জ দেওয়া যাবে। এই প্রযুক্তিতে মানুষ কিংবা ঘরের অন্য আসবাবপত্রের কোনো ক্ষতি করবে না। গত সপ্তাহে প্রকাশিত প্লস ওয়ান জার্নালে নিজেদের গবেষণার অগ্রগতি সম্পর্কে লিখেছেন ডিজনি গবেষক ম্যাথিউ চ্যাবাল্কো, মহসিন শাহ মোহাম্মাদি ও অ্যালানসন স্যাম্পল।
তারহীন ওয়াই-ফাইয়ের সঙ্গে আমাদের নিত্যদিনের বাস। কিন্তু তারহীন চার্জ করার প্রযুক্তি কার্যত ব্যবহারের সুযোগ নেই। কিছু কিছু মুঠোফোনে এই প্রযুক্তি থাকলেও সে ক্ষেত্রে চার্জিং অ্যাডাপ্টর ও মুঠোফোন একসঙ্গে রাখতে হয়।
Title: Re: এবার ঘরময় তারহীন চার্জ
Post by: shafayet on March 14, 2017, 02:48:04 PM
Great
Title: Re: এবার ঘরময় তারহীন চার্জ
Post by: ayasha.hamid12 on March 14, 2017, 05:01:05 PM
  I wish I could enjoy the convenience of the wireless charging system !!!