Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on March 13, 2017, 09:30:02 AM

Title: ভুল লিখলেই কেঁপে উঠবে কলম
Post by: faruque on March 13, 2017, 09:30:02 AM
ভুল লিখলেই কেঁপে উঠবে কলম

(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/03/12/pen.jpg)

লিখতে গেলে বানান ভুল হতেই পারে। কিন্তু এবার বানান ভুল ধরার জন্য আবিষ্কার হয়েছে এক বিশেষ কলম। মিউনিখের লার্নসটিফট নামের একটি প্রতিষ্ঠান এমন একটি কলম তৈরি করেছে, যেটি ভুল বানান লিখলেই ভাইব্রেট করে উঠবে। আর আপনি জেনে যাবেন আপনি ভুল লিখছেন। তবে হ্যাঁ সঠিক লিখতে হবে আপনাকেই।

জানা গেছে, আবিষ্কৃত এই কলমটিতে ব্যবহার করা হয়েছে সাধারণ কালি। দেখতেও আর দশটা কলমের মতোই। তবে এতে বসানো হয়েছে বিশেষ ধরনের মোশান সেন্সর, ছোট আকারের ব্যাটারি এবং ওয়াইফাই চিপ। এগুলো কলমের নির্দিষ্ট গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি ভুল বানান ও খারাপ হাতের লেখা শনাক্ত করবে। প্রায় দেড় বছর গবেষণার পর বিশেষ প্রযুক্তির কলমটি তৈরি করেছে লার্নসটিফট গবেষকরা।

এ বিষয়ে লার্নসটিফটের সহ-প্রতিষ্ঠাতা জানান, "কলমটিতে আছে ‘ক্যালিগ্রাফি’ ও ‘অর্থোগ্রাফি’ নামের দুটি অংশ। শব্দভাণ্ডারের সঙ্গে লেখার অমিল হলেই কলমটি কাঁপতে থাকবে। তখন লেখক বুঝতে পারবেন তার লেখাটি ভুল। তখন লেখক তা অনায়াসে সংশোধন করতে পারবেন। "

Title: Re: ভুল লিখলেই কেঁপে উঠবে কলম
Post by: sisyphus on March 23, 2017, 06:55:25 AM
অসাধারন!