Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on March 13, 2017, 09:31:56 AM

Title: ভুয়া খবর আটকাতে ফেসবুকের নতুন উদ্যোগ
Post by: faruque on March 13, 2017, 09:31:56 AM
ভুয়া খবর আটকাতে ফেসবুকের নতুন উদ্যোগ

(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/03/12/FB-FAKE-NEWS.jpg)

ভুয়া খবর ঠেকাতে নতুন উদ্যোগ এক নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এজন্য ‘ডিসপিউটেড’ বা বিতর্কিত ট্যাগ চালু করেছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। এর ফলে কোনো খবরের পোস্ট ভুয়া মনে হলে তার সত্যতা যাচাইয়ের জন্য নিরপেক্ষ তৃতীয় পক্ষের সংস্থার কাছে পাঠানো হবে। তাদের কাছে ওই খবরটি মিথ্যা মনে হলে তাতে ‘ডিসপিউটেড’ ট্যাগ অ্যাড করা হবে।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবহারকারী কোনো খবরকে ভুয়া হিসেবে চিহ্নিত করলে তার সত্যতা যাচাই করতে নির্দিষ্ট সংস্থার কাছে পাঠানো হবে। আর এক্ষেত্রে সত্যতা যাচাই করতে এবিসি নিউজ, ফ্যাক্টচেক ডট অর্গ এবং স্নুপস-এর মতো সংস্থাগুলোর সহায়তা নেবে ফেসবুক। সংস্থার হেল্প পেজে কীভাবে ‘ডিসপিউটেড’ ট্যাগ দেওয়া যাবে এমন প্রশ্ন করা হলে ফেসবুক জানায়, এই সুবিধাটি এখনও সবার জন্য চালু হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু ইউজার এই সুবিধাটি ব্যবহার করতে পারছেন।

প্রসঙ্গত, মার্কিন নির্বাচনের সময় থেকে ফেসবুকের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ আসতে থাকে। এরপর থেকেই সংস্থাটি ভুয়া আটকাতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে।