Daffodil International University
Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: subrata.ns on March 13, 2017, 12:12:30 PM
-
রোবট নিয়ে কিছু তথ্যঃ
১) রোবট শব্দটি আসে চেক শব্দ “রোবোতা” থেকে। R.U.R প্রতিষ্ঠানটির একটি নাটকে ১৯২১ সালে সর্বপ্রথম শব্দটি ব্যবহার করা হয়।
২) প্রথম রোবটের মাধ্যমে দূর্ঘটনা ঘটে ১৯৮১ সালে একটি জাপানী কারখানায়। দূর্ঘটনাবশত রোবটটি একজন কর্মীর হাত কেটে ফেলে।
৩) ওয়েস্টিংহাউজ পৃথিবীর প্রথম হিউম্যানয়েড রোবট তৈরি করে ১৯৩৯ সালে। এর নাম ছিল ইলেকট্রো। সাত ফুট লম্বা এই রোবট প্রায় ৭০০ শব্দের সাহায্যে কথা বলতে পারত।
৪) কারনেজি মেলোনস রোবটিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা হ্যান্স মোরাভেচের মতে, ২০৪০ সালের মধ্যে রোবটেরা মানুষের মত বংশবিস্তার করতে সমর্থ হবে।
৫) যুক্তরাষ্ট্রের সাথে তালেবানদের যুদ্ধে ড্রোন পাঠানো হলে তালেবানরা তাদের প্রতিহত করে কিভাবে জানেন? মইয়ের সাহায্যে আঘাত করে!
৬) পৃথিবীর সবচেয়ে বেশি রোবট তৈরি করা হয় জাপানে।
৭) প্রফেসর কেভিন ওয়ারুইক হচ্ছেন পৃথিবীর প্রথম সাইবর্গ। তবে চলচ্চিত্রের সাইবর্গের মত এত শক্তিশালী ছিলেন না তিনি। তার একটি কৃত্রিম হাত ছিল। ঐ হাতের সাহায্যেই তিনি নিত্যদিনের কাজ করতেন।
৮) লিওনার্দো দ্য ভিঞ্চিও তার “মেকানিকাল নাইটস” নামক স্কেচের মাধ্যমে রোবটদের কথা বলে গিয়েছেন।
৯) ১৯৬১ সালে হেনরি ফোর্ড কর্তৃক আবিষ্কৃত ফোর্ড গাড়ি প্রস্তুত কারখানায় প্রথম রোবটেরা গাড়ি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে।
১০) ছোট ছোট আকৃতির রোবটদের বলা হয় ন্যানোবট। এদের আকৃতি ১ মিলিমিটারের ১০ লক্ষ ভগ্নাংশ।