Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Md. Alamgir Hossan on March 15, 2017, 08:57:46 AM
-
ক্রিকেটের লংর্গার ভার্সনের নাম টেস্ট। সেই আভিজাত্যে বাংলাদেশ প্রথম নাম লেখায় ২০০০ সালে। হাঁটি-হাঁটি পা-পা করে ১০০তম টেস্টের দোরগোড়ায় দাঁড়িয়ে টাইগাররা।
শততম টেস্টের আগেরদিনের প্রেকটিস সেশনে অধিনায়ক মুশফিকুর রহিমকে গ্লাভস হাতে দেখা যায়। টিম কম্বিনেশনের জন্য লিটন দাসকে বাইরে রাখার সম্ভাবনা প্রবল।
সেক্ষেত্রে ইমরুল কায়েস ও মমিনুল হকের দুই জনকেই সেরা একাদশে দেখা যেতে পারে। গল টেস্টের আগে অধিনায়কের উপর থেকে চাপ কমানোর জন্য ম্যানেজমেন্টের অনুরোধে প্রিয় গ্লাভস তুলে রাখেন মুশফিক।
তবে সেই দলের প্রয়োজনেই এক টেস্ট না যেতেই গ্লাভস হাতে নিলেন টেস্ট দলের অধিনায়ক।
-
Musfiq is one of the best players in Bangladesh. He always dedicated to our country. Best wishes to Musfiq.....