Daffodil International University

Religion & Belief (Alor Pothay) => Islam => Islam & Science => Topic started by: momin on March 19, 2017, 10:59:19 AM

Title: আাল্লাহর প্রতি ঈমান
Post by: momin on March 19, 2017, 10:59:19 AM
ঈমানের অর্থ- বিশ্বাস করা, আস্হা স্হাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি।

অাল্লাহকে বিশ্বাস করা এবং তার আাদেশ নিষেধকে মেনে চলার নাম ঈমান।

ঈমান হচ্ছে- "অাল্লাহ, তার ফেরেশতাকুল, কিতাবসমুহ, রাসুলগন, পরকাল এবং তাকদিরের প্রতি বিশ্বাস স্হাপন করা।" - ( মুসলিম)।

ঈমানে মুফাসসালে ঈমানের মৌলিক বিষয়গুলো একত্রে বর্নিত হয়েছে।

অর্থ: "আমি ঈমান আনলাম আাল্লাহর প্রতি, তার ফেরেশতাগনের প্রতি, তার কিতাবসমুহের প্রতি, তার রাসুলগনের প্রতি, আখিরাতের প্রতি, তকদিরের প্রতি যার ভালো-মন্দ আল্লাহ তায়ালার নিকট থেকেই হয় এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি।"

হে আল্লাহ্ তুমি আমাদের বিষয়টি বুঝার এবং মেনে চলার তৌফিক দান কর। আামিন।।