Daffodil International University
Faculty of Engineering => Textile Engineering => Topic started by: Reza. on March 19, 2017, 07:50:21 PM
-
১. বিশাল হাতির মত ম্যামথ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু মেরুদন্ডহীন তেলা পোকা হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে টিকে আছে।
টিকে থাকাই যদি সার্থকতা হয় তাহলে বিশাল ম্যামথ অবশ্যই একটি পরাজিত কাহিনী। তাই অনেকের কাছেই ম্যামথ একটি পরাজিত কাহিনী।
তেলাপোকা তাদের কাছে সার্থকতার উদাহরন।
২. মাঝে মাঝেই ফার্মের মুরগির কনসেপ্ট আমাকে পীড়া দেয়। বেচারাদের কাজই হল মানুষের প্রোটিনের সংস্থান করা। কখনো মাংসের মাধ্যমে বা কখনো ডিমের মাধ্যমে। তাদের জীবন কাটে নিরাপদ খাঁচায় আর তাদের ডিম ফূটে ইনকিউবিটরে। নিজেদের বাচ্চাদের কোনদিন চিনতেও পারে না। লাইটের আলোয় তারা খেয়ে চলে সারাদিন। কৃত্রিম খাবার খেয়ে তারা বড় হয়। বন বাদাড় কি জিনিস - তা তাদের বোধগম্যের বাইরে। বিভিন্ন টিকার মাধ্যমে তারা নিরোগ থাকে।
একদিক চিন্তা করলে ফার্মের মুরগির জীবন সার্থক বলা যায় কেননা তারাই এখন মানুষের প্রোটিনের একটি বড় উৎস। কিন্তু তাদের জীবন যাপন প্রনালীটা কত অস্বাভাবিক।
আসলেই জীবনের সার্থকতা একেক জনের কাছে একেক রকম।
(আমার মতে ফলাফল যাই হোক - কে কেমন জীবন কাটিয়েছে - এটাই তার জীবনের সার্থকতার মাপকাঠি হওয়া উচিৎ।)
-
It's very difficult to define success...i think self-satisfaction is one kind of success..
-
Self satisfaction is also a relative matter. Sometimes a criminal can be self satisfied. If a person with conscience is self satisfied then it is ok.
-
to define a variable, circumstances should be constant. otherwise it's not possible to define.
-
Definition of success is almost an impossible thing. We can depend only on our conscience.
-
good thinking sir
-
Thank you for your appreciation.
-
Nice post.
-
Thank you for your comments.
-
This post of mine will be a success if it makes one to think.
-
good one sir
-
I have written nothing special. If we see around us we will see a lot of example.
-
their is no defination of success i guess...its an abstruct thing!!!
-
It is an abstract thing. Our mind can only feel it. But we frequently comment about success or failure of life of others. Even sometimes we comment that some one's life is a total failure. Sometimes we comment about ourselves also.
-
গাধার ২১ বছরের জীবনের থেকে ঘোড়ার ২০ বছরের জীবন শ্রেয়।
-
গাধার ২১ বছরের জীবনের থেকে ঘোড়ার ২০ বছরের জীবন শ্রেয়।