Daffodil International University

Entertainment & Discussions => Story, Article & Poetry => Topic started by: sisyphus on March 23, 2017, 06:01:18 AM

Title: বিখ্যাতদের মজার সত্যি ঘটনাঃ নীলস বোর
Post by: sisyphus on March 23, 2017, 06:01:18 AM
পরমানু মডেলের জনক নীলস বোর এমনিতেই ছিলেন খুব শান্ত শিষ্ট মানুষ । এটা তার ছেলে বেলার ঘটনা।স্কুলে ফাইনাল পরীক্ষা চলছে । তার মা তাকে নিয়ে খুব উদ্বিগ্ন। ছেলেটা পরীক্ষা কেমন দিচ্ছে তা কোন দিনই বলেনা। তাই পরীক্ষা থেকে ফিরে এলে মা প্রতিবারই প্রশ্ন করে “কেমন পরীক্ষা দিয়েছ নীলস বোর”। নীলস বোরের বিরক্তমুখে একই কথা “ভালই”। আর কিছুই সে বলত না। তো একদিন যথারীতি পরীক্ষা শেষে মা জিজ্ঞেস করলেন পরীক্ষার কথা। নীলস বোর সাথে সাথে তার পরীক্ষার খাতা বের করে বলল “প্রতিদিনই তুমি একই কথা জিজ্ঞেস করো,তাই আজ খাতা নিয়ে আসলাম, এবার দেখ আমি কেমন পরীক্ষা দেই !
Title: Re: বিখ্যাতদের মজার সত্যি ঘটনাঃ নীলস বোর
Post by: Israk Zahan Papia on April 06, 2017, 07:47:38 PM
 :)