Daffodil International University

Entertainment & Discussions => Life Style => Jokes => Topic started by: sisyphus on March 23, 2017, 07:20:18 AM

Title: রেসিপি!
Post by: sisyphus on March 23, 2017, 07:20:18 AM
একদিন হোজ্জা বাজার থেকে কলিজা কিনে বাসায় যাচ্ছিলেন।এদিকে তাঁর এক বন্ধু তাঁকে কলিজার পাই বানানোর রেসিপি দিয়েছিলেন, যাতে বাসায় গিয়ে কলিজার পাই রান্না করতে পারেন।কিন্তু হঠাৎ একটি বাজপাখি উড়ে এসে কলিজা ছিনিয়ে নিয়ে একেবারে নাগালের বাইরে উড়ে চলে গেল।
বোকা কোথাকার!চেঁচিয়ে হোজ্জা বললেন, কলিজা নিয়ে গেছ ঠিক আছে, কিন্তু প্রস্তুত প্রণালী (রেসিপি)তো আমার কাছে!
Title: Re: রেসিপি!
Post by: Touseef on April 05, 2017, 05:22:49 PM
 :D ;D ;D