Daffodil International University

Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: Mohammad Salek Parvez on March 23, 2017, 02:39:48 PM

Title: একটু হাসুন
Post by: Mohammad Salek Parvez on March 23, 2017, 02:39:48 PM
তিন বছর পরে দেখা হয়েছিল বন্ধুর সঙ্গে। আনন্দ নিজেকে ধরে রাখতে পারেননি যুবক। ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন বন্ধুকে। তারপর একটা ‘টাইট হাগ’। আর সেই আনন্দের আতিশয্যে পাঁজরের হাড়ই ভেঙে বন্ধু এখন হাসপাতালের বিছানায়।
দু’জনেই পেশায় চিকিৎসক। অরঙ্গাবাদের সরকারি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন মধুকর গায়কোয়াড় ও অমিত বদয়ে। পড়াশোনা শেষ করে জে জে হাসপাতালের মেডিসিন বিভাগে যোগ দেন মধুকর। আর অমিত আহমদনগরে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন। সেই থেকে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায় দুই অভিন্ন হৃদয় বন্ধুর।
সম্প্রতি সেই সুযোগ মেলে। বর্তমানে মুম্বইয়ের ফোর্ট’স সেন্ট জর্জ’স হাসপাতালে কাজ করেন মধুকর। হঠাৎই হাসপাতালে মধুকরের কেবিনে উপস্থিত হন অমিত। তিন বছর পর পুরনো বন্ধুকে দেখে খুশি হন মধুকরও। কিন্তু সেই খুশি দীর্ঘস্থায়ী হয়নি। ( courtesy: দৈনিক আনন্দবাজার,
৯ চৈত্র ১৪২৩ বৃহস্পতিবার ২৩ মার্চ ২০১৭ )
Title: Re: একটু হাসুন
Post by: shafayet on March 24, 2017, 02:12:37 AM
:)