Daffodil International University

Faculties and Departments => Allied Health Science => Life Science => Topic started by: Md. Alamgir Hossan on March 25, 2017, 09:00:53 AM

Title: ঘুমানোর আগে মহানবী (সা.) যে ৫টি কাজ করতে বলেছেন !
Post by: Md. Alamgir Hossan on March 25, 2017, 09:00:53 AM
 আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যখনই ঘুমাতে যান তখনই ৪টি কাজ করতেন। মূলত ঘুমানোর আগে মহানবী (সা.) যে কাজ করতেন সেই সুন্নাতগুলি মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই করা উচিত।

মহানবী (সা.) ঘুমানোর আগে এই ৪টি কাজ করতেন-
* ভালোভাবে বিছানা ঝেড়ে নিতেন। -(বুখারীঃ ৬৩২০)
* ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করতেন। -(বুখারীঃ ৫৬২৩)
* শয়নের সময় দু’আ পাঠ করতেন (যেমনঃ ‘আল্লাহুম্মা বিসমিকা আ’মুতু ওয়া আহইয়া’)। -(বুখারীঃ ৬৩১৪)
* ডান কাৎ হয়ে শয়ন করতেন। -(বুখারীঃ ৬৩১৫)
এছাড়া মহানবী (সা.) ঘুমানোর আগে ৫টি কাজ করতে বলেছেন-
* সাধারণত সতর খুলা অবস্হায় না শোয়া। -(তিরমিযীঃ ২৭৬৯)
* বিনা কারণে উপুড় হয়ে শয়ন করতে নিষেধ করেছেন। -(তিরমিযীঃ ২৭৬৮)
* ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। -(তিরমিযীঃ ১৮১৩)
* দুঃস্বপ্ন দেখলে পার্শ্ব পরিবর্তন করে শোয়া। -(মুসলিমঃ ৫৯০১)
* নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে অযু করে নেয়া। -(বুখারীঃ ২৮৮)