Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: iqbal007 on February 19, 2011, 04:40:35 PM

Title: ডিলিট নিশ্চিতকরণ বার্তা নিষ্ক্রিয় করা
Post by: iqbal007 on February 19, 2011, 04:40:35 PM
ডিলিট নিশ্চিতকরণ বার্তা নিষ্ক্রিয় করা

কোনো ফাইলে ক্লিক করে ডিলিট কী-তে চাপলে উইন্ডোজ পপ-আপ করে একটি নিশ্চিতকরণ ডায়ালগ বক্স। এই প্র্যাকটিশকে যৌক্তিকভাবেই ভালো বলা যেতে পারে। কেননা, এতে দুর্ঘটনাক্রমে কোনো ফাইল ডিলিট হবার সম্ভাবনা কমে যায়। তবে ইচ্ছে করলে এই সতর্কীকরণ বার্তাকে ডিজ্যাবল করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Recycle Bin-এ রাইট ক্লিক করে সিলেক্ট করুন Properties অপশন। এর ফলে Recycle Bin Properties ডায়ালগ বক্স পর্দায় আবির্ভূত হবে।

* এবার Display delete confirmation dialog চেকবক্সকে আনচেক করুন নিশ্চিতকরণ বার্তাকে নিষ্ক্রিয় করার জন্য।

* OK-তে ক্লিক করুন।