Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: iqbal007 on February 19, 2011, 04:46:31 PM

Title: হার্ডডিস্ক ড্রাইভে অন্যের অ্যাক্সেস প্রত
Post by: iqbal007 on February 19, 2011, 04:46:31 PM
হার্ডডিস্ক ড্রাইভে অন্যের অ্যাক্সেস প্রতিহত করা

দুর্ঘটনাক্রমে কোনো গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট হয়ে গেলে ব্যবহারকারীকে বেশ খেসারত দিতে হয়। তাই আমাদের উচিত গুরুত্বপূর্ণ ফাইল কোনো নির্দিষ্ট ড্রাইভে বা ফোল্ডারে লুকিয়ে রাখা এবং এই ফোল্ডারে বা পাথে যাতে কেউ অ্যাক্সেস করতে না পারে তার ব্যবস্থা করা।

আপনি সহজেই কোনো নির্দিষ্ট ড্রাইভে আপনার অতিপ্রয়োজনীয় ফাইলগুলো রেখে Start menu থেকে Run-এ যান। এবার gpedit.mse লিখে Ok করুন। এরপর User Configuration\Administrative Templatest\Windows Components\Windows Explorer-এ গিয়ে Prevent access to drives from my computer-এ দুইবার ক্লিক করুন। এরপর enable-এ ক্লিক করলে একটি drop-down list অ্যাকটিভ অবস্থায় দেখতে পাবেন। সেখান থেকে প্রয়োজনীয় ড্রাইভ (Restrict all drives) সিলেক্ট করে apply করে Ok করুন।