Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: iqbal007 on February 19, 2011, 04:48:52 PM

Title: হিডেন ফাইল খোঁজে বের করা
Post by: iqbal007 on February 19, 2011, 04:48:52 PM
হিডেন ফাইল খোঁজে বের করা

উইন্ডোজ এক্সপিতে সিস্টেম ফাইল বা হিডেন ফাইল সার্চ করার মাধ্যমে পাওয়া যায় না। কমপিউটারের বিভিন্ন ড্রাইভ এবং ফাইলে থাকার পরও তা খুঁজে পাওয়া যায় না। আপনি চাইলে এক্সপিতে সিস্টেম ফাইল কিংবা হিডেন ফাইল খুঁজে নিতে পারেন। এজন্য প্রথমে Start মেনু থেকে Search-এ গিয়ে All files and folders-এ Cliek করুন। এবার More advanced অপশনে ক্লিক করুন। এরপর আপনার সিস্টেম ফাইল এবং হিডেন ফাইলের জন্য Search System folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন।