Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: arif_mahmud on March 25, 2017, 02:36:50 PM
-
'মুখ-সামুদ্রিক' নামের একটি শাস্ত্র মুখমণ্ডলের বিবিধ দিক নিয়ে আলোচনা করে। মুখমণ্ডলের প্রসঙ্গে অবধারিত ভাবে আসে দাঁতের কথাও। শাস্ত্রের মতে, দাঁতের বৈচিত্র্য অনুযায়ী ভাগ্যও বদলায়। শাস্ত্রটি অনুসারে দাঁতের গড়ন অনুযায়ী ব্যক্তির অর্থভাগ্যে যেমন হয়-
যাদের দাঁত সমান মাপের, দাঁতের মাঝে কোনও ফাঁক নেই এবং দন্তসারি সুসংবদ্ধ, তাদের অর্থভাগ্য অসামান্য। জীবনে কখনই অর্থকষ্টে এঁদের পড়তে হবে না। গজদাঁত রয়েছে এমন ব্যক্তিদের অর্থভাগ্যে কিছুটা সমস্যা রয়েছে। মাঝে মাঝেই তাদের উপার্জনে বাধা আসে। জীবনে সাফল্যও দেরিতে আসে।
দাঁতের রং সামান্য হলদেটে, কিন্তু সাদা ভাবই বেশি, তাদের অর্থভাগ্য দারুণ। তবে ঝকঝকে সাদা দাঁতের ব্যক্তিদের অর্থভাগ্য একেবারেই ভাল নয়। যাদের দাঁত খুব পাতলা, তাদের অর্থোপার্জন সর্বদা সৎপথে হবে না।
যাদের দাঁতের সংখ্যা ৩১-৩২, তারা তুমুল অর্থভাগ্যের অধিকারী। তাদের খ্যাতিও জোটে তাড়াতাড়ি। ২৮-৩০ দাঁতের ব্যক্তিদের অর্থভাগ্যে টানাপোড়েন এলেও তারা সহজে সামলে নেন। ২৫-২৮ যাদের দন্তসংখ্যা, তারা অর্থোপার্জন করলেও তা স্বাস্থ্যখাতে খরচ হয়ে বেরিয়ে যায়। যাদের দাঁতের সংখ্যা ২৫-এর কম, তাদের আর্থিক সাফল্য বিলম্বিত।
-
:)