Daffodil International University

IT Help Desk => ICT => Topic started by: faruque on March 27, 2017, 10:11:28 AM

Title: অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন অথচ এই CODE গুলো জানেন না?
Post by: faruque on March 27, 2017, 10:11:28 AM
অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন অথচ এই CODE গুলো জানেন না?

(http://www.bd-pratidin.com/assets/news_images/2017/03/26/bdp_android-m.png)

মোবাইল দুনিয়ায় এখন চলছে স্মার্টফোনের জয়জয়কার চলছে। আর সেসব স্মার্টফোনের বেশির ভাগই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম নির্ভর। সব অ্যানড্রোয়েড ফোনেরই আছে কিছু জরুরি কোড। যা অনেকের কাছে অজানা। এই কোড জানা থাকলে আপনি আপনার মোবাইলের জরুরি কাজগুলো খুব সহজে সমাধা করতে পারবেন। এই অ্যানড্রয়েড ফোনের জরুরি কিছু কোড তুলে ধরা হলো-

১. ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে *#*#8351#*#*
২. সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় ইনফরমেশন পেতে *#12580*269#
৩. ক্যামেরার যাবতীয় তথ্যর জন্য *#*#34971539#*#*
৪. মোবাইলের বেসিক ইনফরমেশন জানতে *#*#4636#*#*
৫. ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য *#*#7780#*#*
৬. ব্লুটুথ ঠিক আছে কিনা জানার জন্য *#*#232331#*#*
৭. র‌্যামের মেমোরি ভার্সান জানার জন্য *#*#3264#*#*
৮. মোবাইলের আইএমইআই নম্বর জানার জন্য ডায়াল করুন *#06#