Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: iqbal007 on February 22, 2011, 09:09:23 PM

Title: স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট টেম্পোরারি ফাই
Post by: iqbal007 on February 22, 2011, 09:09:23 PM
স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট টেম্পোরারি ফাইল মুছে ফেলা

আমরা জানি, ইন্টারনেট ব্যবহারের সময় অনেক টেম্পোরারি ফাইল জমা করে রাখে কাজের সুবিধার জন্য। কিন্তু এটি করার ফলে অনেক ফাইল Temp নামে একটি ফোল্ডারে জমা হয়ে কমপিউটারের গতি কমিয়ে দেয়। এ সমস্যা দূর করার জন্য ইন্টারনেট এক্সপ্লোরার অনলাইন বা অফলাইনে থাকাকালীন টুলস মেনুতে গিয়ে InternetOptionsBrowsing History Settings ট্যাবে ঢুকে Never ট্যাবে ক্লিক করে ওকে করে বের হয়ে আসুন। এরপর থেকে Temp ফাইলগুলো আর জমা হবে না।

সাপ্তাহিক ডিফ্র্যামেন্টেশন করার জন্য শিডিউল তৈরি করা

এটি করার জন্য StartControl PanelPerformance and MaintenancePick a Control Panel icon, Scheduled Task ক্লিক করুন। শিডিউল টাস্কে ঢুকে Add Scheduled Task-এ ডবল ক্লিক করুন। এবার Next বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে Browse বাটনে ক্লিক করে Select Program to Schedule উইন্ডোতে ফাইল নেম টাইপ করুন %System-root%\system32\defrag.exe এবং Open বাটনে ক্লিক করুন। পারফরমেন্স টাস্কের অমত্মগর্ত, উইকলিতে ক্লিক করে Next-এ ক্লিক করুন। প্রয়োজনীয় সেটআপ দিয়ে Next-এ ক্লিক করে, পরবর্তী উইন্ডোতে ইউজার নেম পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড বক্স পূরণ করে Next বাটনে ক্লিক করুন। পরবর্তী উইন্ডোতে টেক্সট বক্সে টিক চিহ্ন দিয়ে Finish বাটনে ক্লিক করুন।

Run Box, C: যুক্ত করুন। খেয়াল রাখবেন ‘C:’-এর আগে একটি স্পেস থাকে। ওকে বাটনে ক্লিক করুন। Set Account Information dialog box-এ আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বক্স পূরণ করে ওকে করে বের হয়ে আসুন। আপনার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে।