Daffodil International University

IT Help Desk => IT Forum => Topic started by: iqbal007 on February 23, 2011, 11:33:42 PM

Title: অপ্রয়োজনীয় ফাইল মুছুন সহজেই...
Post by: iqbal007 on February 23, 2011, 11:33:42 PM
নানা কারণে কম্পিউটারে অপ্রয়োজনীয় ফাইল জমা হয়। আমরা সাধারণত রান কমান্ড থেকে এসব ফাইল মুছে থাকি। সিস্টেম পিউরিফিকেশন টুল নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি এক ক্লিকেই সকল অপ্রয়োজনীয় ফাইল মুছতে পারবেন। মাত্র ৭৪ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি পোর্টেবল (বহনযোগ্য) বলে ইনস্টলের ঝামেলা নেই। সফটওয়্যারটি http://mediafire.com/?74zpgcbpmj4w4it ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করুন। এখন সফটওয়্যারটি ওপেন করে next দিয়ে check all বক্সে টিকচিহ্ন দিন। এরপর Clean বাটনে ক্লিক করলেই সব অপ্রয়োজনীয় ফাইল মুছে যাবে এবং কত পরিমাণ অপ্রয়োজনীয় ফাইল মোছা হয়েছে, তার তালিকা দেখা যাবে।