Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on March 28, 2017, 12:21:00 PM

Title: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: protima.ns on March 28, 2017, 12:21:00 PM
মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
যৌথভাবে খননকাজ চালাতে গিয়ে বহু পুরনো মূর্তির সন্ধান পেলেন মিশর ও জার্মানির একদল পুরাতাত্ত্বিক।


কায়রোর একটি বস্তি অঞ্চলের ভূগর্ভস্থ জল থেকে উদ্ধার হয়েছে বিপুলাকৃতির মূর্তিটি।

পুরাতত্ত্বের ওই গবেষক দলটি জানিয়েছেন, দৈত্যাকৃতি মূর্তিটি তিন হাজার বছরের পুরনো। এটি ফ্যারাও রামসে দ্বিতীয়র। মনে করা হচ্ছে, এ পর্যন্ত যত গুরুত্বপূর্ণ

আবিষ্কার হয়েছে, তার অন্যতম হল ফ্যারাও রামসে দ্বিতীয়র এই জায়ান্ট স্ট্যাচু।

জানা গেছে, আবিষ্কৃত ফ্যারাও রামসে দ্বিতীয়র এই মূর্তির উচ্চতা ২৬ ফুট। যিনি তিন হাজার বছর আগে মিশর শাসন করেছেন।

বর্তমান কায়রোর উত্তরে প্রাচীন হেলিওপোলিস শহরে, রামসে দ্বিতীয়র মন্দিরের অদূরেই সন্ধান মেলে আবক্ষ প্রাচীন মূর্তিটির। মিশরীয়দের কাছে এই রামসে হলেন সূর্যের দেবতা।

উত্তর কায়রোর এই এলাকাটি এখন মাতারিয়া নামেই পরিচিত। যেখানে শ্রমিকদের বসবাস। প্রাচীন আবক্ষ এই মূর্তিটির পুরো অবয়ব উদ্ধার সম্ভব হয়নি।

আবক্ষ ছাড়াও মিলেছে শুধু মুখের নীচের অংশটুকু। একই সঙ্গে ফ্যারাও সেটি দ্বিতীয়র আরও একটি আবক্ষ চুনাপাথরের মূর্তি মিলেছে। সেটিও সমসময়ের বলেই মনে করা হচ্ছে।
Title: Re: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: nadimhaider on April 02, 2017, 12:05:40 PM
Egypt is full of mystery.
Title: Re: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: Mir Kaosar Ahamed on April 02, 2017, 05:12:51 PM
good news
Title: Re: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: Md.Shahjalal Talukder on April 04, 2017, 12:30:25 PM
Good
Title: Re: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: ummekulsum on April 05, 2017, 05:48:46 PM
interesting...
Title: Re: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: mosfiqur.ns on April 06, 2017, 12:32:59 PM
 8)
Title: Re: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: shan_chydiu on April 16, 2017, 01:33:06 PM
good post
Title: Re: মাটির নীচে ৩০০০ বছরের পুরনো সম্পদ খুঁড়ে যা বের হল তা চমকে যাওয়ার মত!
Post by: Shahrear.ns on April 20, 2017, 05:37:21 AM
informative  :o