Daffodil International University
IT Help Desk => Anti Virus => Topic started by: iqbal007 on February 25, 2011, 07:20:06 PM
-
অনলাইনে ভাইরাস আছেকি না তা দেখার (স্ক্যান করা) অনেক ওয়েবসাইট রয়েছে। তবে একটি সাইট থেকেই জনপ্রিয় ২১টি অ্যান্টিভাইরাস দিয়ে ফাইল স্ক্যান করা যায়। এ রকমই একটি ওয়েবসাইট www.jotti.org। এ সাইটে এভিরা, এভিজি, ক্যাসপারস্কিসহ জনপ্রিয় ২১টি অ্যান্টিভাইরাস দিয়ে ফাইল স্ক্যান করা যাবে। সর্বোচ্চ ১৫ মেগাবাইটের ফাইল বিনা মূল্যে স্ক্যান করা যাবে।