Daffodil International University
Health Tips => Protect your Health/ your Doctor => Beauty Tips => Topic started by: Sahadat Hossain on April 02, 2017, 12:41:09 PM
-
আপনি কী রুক্ষ, শুষ্ক চুল নিয়ে বিরক্ত? কন্ডিশনার ব্যবহার করার পরও চুলের রুক্ষতা থেকে রেহাই পাচ্ছেন না? চুলের রুক্ষতা দূর করার জন্য অনেকে নানান ধরনের প্যাক ব্যবহার করে থাকেন। চুলের রুক্ষতা দূর করতে নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেল এবং দুধ দিয়ে তৈরি করতে পারেন কিছু শ্যাম্পু যা চুলের রুক্ষতা দূর করে চুলকে সিল্কি, নরম কোমল করে তুলবে। ১। ইজি হোমমেড কোকোনাট শ্যাম্পু এই শ্যাম্পুটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। অল্প কিছু উপাদানে সহজে তৈরি করতে পারবেন শ্যাম্পুটি। ১। ৩/৪ কাপ পানি ২। ১/২ কাপ ক্যাসটাইল সোপ ৩। ২ চা চামচ লবণ ৪। ২ চা চামচ জোজোবা অয়েল ৫। ২০ ফোঁটা কোকোনাট ফ্র্যাগরেন্স অয়েল একটি পাতে পানি ঢেলে তা মাইক্রোওয়েভে আধা মিনিট গরম করতে দিন। এরসাথে ক্যাসটাইল সোপ মেশান। লবণ এবং তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। লক্ষ্য রাখবেন লবণ যেন মিশ্রণের সাথে মিশে যায়। এই মিশ্রণটি বোতলে ঢেলে সংরক্ষণ করুন। ২। ময়েশ্চারাইজিং পিএইচ ব্যালেন্সড শ্যাম্পু চুলের জন্য পিএইচ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এর ভারসাম্য না থাকলে মাথার তালুতে ফাঙ্গাস, ইনফেকশন দেখা দিতে পারে। অধিকাংশ হেয়ার কেয়ার প্রডাক্টে অ্যালকালাইন কেমিক্যাল থাকে যা পিএইচ লেভেল বৃদ্ধি করে। পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করবে এই শ্যাম্পুটি। ১। ১ এবং ১/২ কাপ নারকেল তেল ২। ১ এবং ৩/৪ কাপ অ্যালোভেরা জেল ৩। ২০ ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েল সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিন। এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এটি অন্য শ্যাম্পুর মতো ফেনা তৈরি করবে না। তবে চুল পরিষ্কার করে দেবে। ৩। নারকেল তেল এবং মধুর শ্যাম্পু ১। ১ কাপ নারকেল তেল ২। ১ কাপ অ্যালোভেরা জেল ৩। ১/৪ কাপ পানি ৪। ২ টেবিল চামচ মধু ৫। ১ চা চামচ ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল ৬। ১ চা চামচ রোজমেরি এসেনশিয়াল অয়েল ৭। ১/২ কাপ লিকুইড ক্যাসটাইল সোপ ৮। ১ চা চামচ অ্যাভোকাডো অয়েল (যদি আপনার চুল শুষ্ক হয়) মধু এবং কুসুম গরম পানি একসাথে মেশান। এরসাথে ক্যাসটাইল সোপসহ অন্যান্য উপাদান মিশিয়ে নিন। এই মিশ্রণটি ফ্রিজে রাখুন। শ্যাম্পুটি ব্যবহারে আগে ঝাঁকিয়ে নিন। ৪। খুশকি দূর করার জন্য নারকেলের শ্যাম্পু খুশকি দূর করার জন্য নারকেল দুধের এই শ্যাম্পুটি বেশ কার্যকর। ১। ১/২ কাপ নারকেল দুধ ২। ১ কাপ লিকুইড সোপ ৩। ১/২ কাপ গ্লিসারিন ৪। ৪ চা চামচ নারকেল তেল ৫। ১০ ফোঁটা এসেনশিয়াল অয়েল নারকেল তেল এবং গ্লিসারিন একটি পাত্রে মিশিয়ে নিন। এরসাথে লিকুয়েড সোপ, এসেনশিয়াল অয়েলসহ সবগুলো উপাদান একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে পারেন। ৫। কোকোনাট মিল্ক শ্যাম্পু ১। ১ কাপ নারকেল দুধ ২।। ১/৩ অলিভ অয়েল ৩। । গরম পানি তেল এবং দুধ একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার তালুতে ব্যবহার করুন। চুলে ব্যবহারের জন্য রেখে দিন কয়েক মিনিট। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র: স্টাইলক্রেইজ
- See more at: http://www.deshebideshe.com/news/details/97531#sthash.RH46xd3x.dpuf