Daffodil International University
Help & Support => Common Forum/Request/Suggestions => Topic started by: subrata.ns on April 02, 2017, 05:04:00 PM
-
পৃথিবীর অনেক স্থানেই সূর্যের আলো পুরোপুরি পৌঁছায় না।প্রয়োজন থাকলেও সেইসব স্থানে সৌরশক্তির ব্যবহার সম্ভব হয় না।যেসব অঞ্চলে সূর্যালো পৌঁছায় না সে সব স্থানের কথা মাথায় রেখে জার্মানিতে গবেষকরা তৈরি করা হয়েছে কৃত্রিম সূর্য।বিশ্বের বৃহত্তম কৃত্রিম সূর্য ২৩ মার্চ থেকে আলো আর উত্তাপ ছড়াতে শুরু করেছে।বৃহস্পতিবার জার্মানিতে এই কৃত্রিম সূর্যের উদ্বোধন করেন দেশটির পরিবেশমন্ত্রী জোহান্স রেমেল, অর্থমন্ত্রী গর্গ মেনজেন এবং জার্মান অরোস্পেস সেন্টারের নির্বাহী বোর্ডের সদস্য কার্স্টেন লেমের।বৃহত্তম এই কৃত্রিম সূর্যের নাম দেয়া হয়েছে সিনলাইট।
সিনলাইটের ভবটি তিন তলা উঁচু।এখানে ১৪০ জেনন শর্ট আর্ক ল্যাম্প জ্বলছে।মাল্টিপ্লেক্সের লার্জ সিনেমা স্ক্রিনে আলোর জন্য একটিমাত্র জেনন শর্ট আর্ক ল্যাম্প জ্বালানো হয়।
এই সিনলাইট ৩ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তাপ তৈরি করতে পারে।এই প্রচণ্ড তাপমাত্রায় গবেষকরা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করছেন।সোলার রেডিয়েশন ব্যবহার করে হাইড্রোজেন প্রস্তুত করার প্রণালী বেশ কয়েক বছর আগেই আবিষ্কার হয়েছে।কিন্তু সিনলাইটের ফলে প্রচুর পরিমাণে হাইড্রোজেন উৎপন্ন করা সম্ভব যা শিল্প-কারখানাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও ব্যবহার করা সম্ভব।
-
meaningless effort by the germans
-
WOW
-
Wonderful invention
-
Is that possible?