Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on April 04, 2017, 12:14:16 PM

Title: খালিপেটে করলার রস ও মধুর মিশ্রণ খওয়ার ৭টি উপকারিতা
Post by: protima.ns on April 04, 2017, 12:14:16 PM
খালিপেটে করলার রস ও মধুর মিশ্রণ খওয়ার ৭টি উপকারিতা:
আপনি কি জানেন, করলার রস ও মধু একসঙ্গে খেলে প্রায় সাত ধরনের সমস্যা প্রতিরোধ করা যায়? কেবল তিন টেবিল চামচ করলার রস ও দুই টেবিল চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে খেলে এই উপকার পাবেন। করলার রস ও মধু একসঙ্গে খাওয়ার গুণগুলো জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. ডায়াবেটিস কমায়

করলার রস ও মধুর মধ্যে রয়েছে শক্তিশালী এনজাইম। এই মিশ্রণটি রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দিতে সাহায্য করে। এতে ডায়াবেটিসের লক্ষণগুলো কমে।

২. শরীরের বিষাক্ত পদার্থ দূর করে

করলার রস ও মধুর মিশ্রণ রক্তের বিষাক্ত পদার্থ বের করে দিতে কাজ করে। এই ভেষজ জুস শরীরকে পরিশোষিত করে।

৩. ধূমপায়ীদের ফুসফুস পরিষ্কারে সাহায্য

করলার রস ও মধুর মিশ্রণ ফুসফুসে নিকোটিনের প্রলেপকে দূর করতে কাজ করে। ফুসফুস পরিষ্কারে বেশ কার্যকর এটি।

৪. অ্যাজমা কমায়

এই ভেষজ মিশ্রণটি শ্বাসতন্ত্রের যত্ন নেয়। অ্যালার্জির সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা দেয়; অ্যাজমা কমাতে সাহায্য করে।

৫. হজম ভালো করে

মিশ্রণটি পাচক রস তৈরিতে সাহায্য করে। এতে হজম ভালো হয়।

৬. ওজন কমায়

ওজন কমাতে চাইলে করলার রস ও মধুর জুস খাদ্যতালিকায় রাখতে পারেন। এটি ওজন কমাতেও কাজে দেয়।

৭. কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ

এই মিশ্রণটির মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষের দ্রুত বুড়িয়ে যাওয়া প্রতিরোধ করে। এতে ত্বক থাকে টানটান।
Title: Re: খালিপেটে করলার রস ও মধুর মিশ্রণ খওয়ার ৭টি উপকারিতা
Post by: Md.Shahjalal Talukder on April 04, 2017, 12:26:54 PM
Thanks for sharing
Title: Re: খালিপেটে করলার রস ও মধুর মিশ্রণ খওয়ার ৭টি উপকারিতা
Post by: subrata.ns on April 04, 2017, 02:27:10 PM
Nice tips
Title: Re: খালিপেটে করলার রস ও মধুর মিশ্রণ খওয়ার ৭টি উপকারিতা
Post by: Arfuna Khatun on April 05, 2017, 01:59:07 PM
ধন্যবাদ......। :) :)
Title: Re: খালিপেটে করলার রস ও মধুর মিশ্রণ খওয়ার ৭টি উপকারিতা
Post by: ummekulsum on April 05, 2017, 05:50:23 PM
thanks for sharing....