Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: subrata.ns on April 05, 2017, 05:35:01 PM

Title: ২০১৭ সালের প্রযুক্তি বিশ্বে যারা বাজার মাতাতে আসছে
Post by: subrata.ns on April 05, 2017, 05:35:01 PM
১) রিভার্সিং প্যারালাইসিসঃ
স্পাইনাল কর্ডে কোন ধরণের আঘাত পেলে আপনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে যেতে পারেন। বিজ্ঞানীরা তাই এমন একটি ইমপ্ল্যান্টেশন নিয়ে গবেষণা করছেন যা কিনা এই প্রক্রিয়াকে ঘুরিয়ে দেবে।
২) স্ব-চালিত ট্রাকঃ
বিশ্বের প্রতিটি দেশে মালামাল পৌঁছে দেবার জন্য ট্রাক একটি অতি পরিচিত বাহন। তবে ২০১৭ সালে ট্রাক ড্রাইভারদের বোধহয় ছুটিই হতে চলেছে। এর কারণ হচ্ছে, প্রায় ১.৭ মিলিয়ন স্ব-চালিত ট্রাক রাস্তায় নামানোর পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
৩) টাকা পয়সার ঝামেলা মেটান চেহারায়ঃ
আগে মানুষ কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করত কিংবা টাকা বিনিময় করত। তবে চীন এবার সে ঝামেলাও বাদ দিতে চাইছে। “ফেস ডিটেকশন” প্রক্রিয়ার মাধ্যমে এবার টাকা পয়সার লেনদেন হবে চেহারার মাধ্যমে।
৪) ব্যবহারিক কাজে কোয়ান্টাম কম্পিউটারের ব্যবহারঃ
বিশ্বের নামীদামী সব টেক কোম্পানিগুলো বলছে ব্যবহারিক কাজে এ বছরই তারা সুপার কম্পিউটার ব্যবহার করতে পারবেন প্রতিটি প্রতিষ্ঠানে।
৫) ৩৬০ ডিগ্রী সেলফিঃ
এবছরই এন্ড্রয়েড ফোনে আসতে পারে ৩৬০ ডিগ্রী সেলফি তোলার একটি অপশন। ছবি তোলার জগতে হারিয়ে যাওয়া যাবে এবার আরো সহজে।