Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Md. Rasel Hossen on April 05, 2017, 05:57:53 PM

Title: আসুস আনল নতুন ল্যাপটপ
Post by: Md. Rasel Hossen on April 05, 2017, 05:57:53 PM

আসুসের নতুন ল্যাপটপ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা।
আসুসের নতুন ল্যাপটপ উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা।
হালকা-পাতলা ল্যাপটপ আলট্রাবুক হিসেবে পরিচিত। তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস দেশের বাজারে তাদের আলট্রাবুক সিরিজ জেনবুকের নতুন একটি ল্যাপটপ উদ্বোধন করেছে। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) কার্যালয়ে ইউ এক্স ৪১০ সিরিজের ল্যাপটপটির ঘোষণা দিয়েছে আসুস। এ ছাড়া সবার হাতের নাগালে জেনবুক সিরিজ আনার উদ্যোগ হিসেবে চালু করেছে ‘জেনবুক ফর অল’ বা সবার জন্য জেনবুক কর্মসূচি।