Daffodil International University

Faculty of Allied Health Sciences => Nutrition and Food Engineering => Topic started by: effatara on April 05, 2017, 06:17:39 PM

Title: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: effatara on April 05, 2017, 06:17:39 PM
 মাথার তালুর মৃত কোষই খুশকির প্রধান কারণ। শুষ্ক তালুর খুশকি দেখা যায়, কিন্তু তৈলাক্ত তালুর খুশকি সহজে দেখা যায় না। এই খুশকি চুলের গোড়া নরম করে এবং মাথার ত্বক তেলতেলে করে রাখে। তাই সব সময় সঠিক যত্ন নিয়ে মাথার ত্বক খুশকিমুক্ত রাখুন।

১. লবণ : শ্যাম্পুর সঙ্গে সামান্য লবণ মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বকের মরা কোষ দূর করে এবং খুশকির জীবাণু ধ্বংস করে।

২. লেবুর রস : লেবুর রস মাথার তালুতে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। খুশকি একেবারে দূর হয়ে যাবে।

৩. অ্যালোভেরার রস : অ্যালোভেরা মাথার ত্বকের পানিশূণ্যতা দূর করে। অতিরিক্ত তেলতেল না করে মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এ ছাড়া এটি মাথার তালুর মরা কোষ দূর করতেও কার্যকর। এই রস মাথার ত্বকে লাগিয়ে ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪. নিম পাতা : কয়েকটি নিমপাতা পানির সঙ্গে মিশিয়ে শিলপাটায় বেটে পেস্ট তৈরি করে নিন। এই মিশ্রণ মাথার তালুতে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এর অ্যান্টি-ফাঙ্গাল উপাদান মাথার ত্বকের তৈলাক্ত খুশকি দূর করতে সাহায্য করে।

৫. বেকিং সোডা : পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এবার শ্যাম্পুর মতো করে এই প্যাক চুলে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই উপাদানটি মাথার খুশকি পুরোপুরি দূর করে পুনরায় ফিরে আসতে দেয় না।
Title: Re: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: imran986 on April 06, 2017, 11:09:36 AM
Nice to know!
Title: Re: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: Nahian Fyrose Fahim on April 11, 2017, 10:41:06 AM
Thank you. I need  to do accordingly.
Title: Re: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: Sarjana Ahter on April 11, 2017, 04:18:09 PM
Great to know
Title: Re: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: deanoffice-fahs on April 23, 2017, 04:43:47 PM
Nice to know.......
Title: Re: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: irina on April 28, 2017, 09:31:58 PM
Good to know. Can you please mention the source?
Title: Re: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: effatara on May 16, 2017, 12:45:29 PM
Irina madam it is collected from newspaper.
Title: Re: তৈলাক্ত ত্বকের খুশকি দূর করবেন যেভাবে
Post by: Zannatul Ferdaus on May 16, 2017, 02:43:26 PM
 :)