Daffodil International University

Faculty of Science and Information Technology => Environmental Science and Disaster Management => Topic started by: rumman on April 06, 2017, 06:52:04 PM

Title: Coming very close to the asteroid!
Post by: rumman on April 06, 2017, 06:52:04 PM
পৃথিবীতে এক গ্রহাণু আছড়ে পড়ার পর ডায়নোসরের মতো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তাই যেকোনো বড় আকারের গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়া মানেই পৃথিবীর মারাত্মক বিপদের মুখে পড়া। দুঃসংবাদ হলো, এ মাসের শেষ দিকে পৃথিবীর খুব কাছ দিয়ে এ ধরনের বিপজ্জনক একটি গ্রহাণু যাবে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। গ্যালাক্সি মনিটরে এ প্রতিবেদন প্রকাশ হয়েছে।
নাসা জানিয়েছে, ২০১৪জেও২৫ নামে একটি গ্রহাণু পৃথিবীর ১.৭ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে যাবে। এটি প্রস্থে ১.৪ কিলোমিটার। ১৯ এপ্রিল এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। এ সময় এটি ৪.৬ লুনার ডিসটেন্স দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। উল্লেখ্য, এক লুনার ডিসটেন্স তিন লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার।
এর আগে ২০০৪ সালের সেপ্টেম্বরে পৃথিবীর কাছ দিয়ে গিয়েছিল এ ধরনের এক গ্রহাণু। সেটির নাম ছিল ৪১৭৯ টিউটোরিয়াটিস। নিকট ভবিষ্যতে কোন কোন গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাবে, তার একটি তালিকাও তৈরি করেছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, ২০২৭ সালের আগ পর্যন্ত এ মাসেরটিই হচ্ছে পৃথিবীর পাশ দিয়ে যাওয়া সবচেয়ে বড় গ্রহাণু।
২০১৪জেও২৫ নামে গ্রহাণুটি আবিষ্কৃত হয়েছে ২০১৪ সালে। মাউন্ট লেমন সার্ভে অবজারভেটরির গবেষকরা এটি আবিষ্কার করেন।

Source: কালের কণ্ঠ, ৬ এপ্রিল, ২০১৭