Daffodil International University

Entertainment & Discussions => Sports Zone => Cricket => Topic started by: Md. Alamgir Hossan on April 10, 2017, 02:33:47 PM

Title: কলকাতার একাদশে আজ দেখা যাবে সাকিবকে?
Post by: Md. Alamgir Hossan on April 10, 2017, 02:33:47 PM
 সদ্য শ্রীলঙ্কা সফর শেষ করেই কেকেআর শিবিরে যোগ দেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। একাদশে না থাকলেও দলের সঙ্গেই ছিলেন সাকিব।

আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে গৌতম গম্ভীরের দল। প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। আজ কলকাতার একাদশে দেখা যাবে সাকিবকে?

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি ইএসপিএন চ্যানেলে।

আইপিএলে নবম আসরে মুম্বাইয়ের বিপক্ষে দুটি ম্যাচই হেরেছিল কলকাতা। তাই এবার জয়ের সঙ্গে সঙ্গে থাকবে প্রতিশোধের মিশনও। এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে কোনো উইকেট না হারিয়ে জয়ের বিশ্ব রেকর্ড গড়া একাদশ কি আজ কলকাতা ভাঙে কি না, সেটাই এখন দেখার। যদি ভাঙে তাহলে একাদশে জায়গা পেতে পারেন সাকিব। আর যদি ‘উইনিং কম্বিনেশন’ ধরে রাখে তাহলে আজও মাঠে নামা হবে না সাকিবের।