Daffodil International University
DIU Activities => Permanent Campus of DIU => Topic started by: Reza. on April 12, 2017, 11:54:03 PM
-
কোন ঘটনা ঘটলে একেক মানুষ একেক রকম ভাবে রিয়াক্ট করে। ধরেন রাস্তায় কোন দুর্ঘটনা ঘটলো। কেউ কেউ আছেন যারা সাথে সাথে সাহায্য করতে এগিয়ে যাবেন। আবার কেউ হয়ত এটাকে উটকো ঝামেলা মনে করে এড়িয়ে যাবেন। আর কেউ বা দুর্ঘটনাটির জন্য কে দায়ী - এই তাত্ত্বিক আলোচনায় জড়িয়ে যাবেন।
আবার একটি সুন্দর ফুল দেখলে কেউ হয়ত ফুলটি ছিঁড়ে নিতে চান। আবার কেউ হয়ত কিভাবে গাছটি জোগার করবেন সেটা নিয়ে ভাবেন।
অর্থাৎ একই ঘটনায় বা পরিবেশে একেক জন একেক ভাবে রিয়াক্ট করেন।
এক পিছনের কারণ হল যার যার নিজস্বতা।
গরম পানিতে আলু সিদ্ধ হয়ে নরম হয়ে যায়।
আবার একই গরম পানিতে ডিম সিদ্ধ হয়ে শক্ত হয়ে যায়।
কিন্তু চা পাতা গরম পানিকে সুবাসিত করে তোলে।
আলু ডিম ও চা পাতা একই পরিবেশে একেক রকম রিয়াক্ট করে তাদের নিজস্বতা অনুযায়ী।