Daffodil International University
Religion & Belief (Alor Pothay) => Islam => Islam & Science => Topic started by: momin on April 13, 2017, 07:07:07 PM
-
ইসলামি পরিভাষায় কারও সাথে কোনরূপ প্রতিশ্রুতি দিলে, অংগীকার করলে বা কাউকে কোন কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে।
আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পূ্র্ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ্ তায়ালা বলেছেন,
"হে ঈমানদারগণ! তোমরা অংগীকারসমুহ পূর্ন কর।" (সূরা আল-মায়িদা, আয়াত ১)
"তোমরা প্রতিশ্রুতি পালন কর। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।" (সূরা বনী ইসরাইল, আয়াত ৩৪)
"হে মুমিনগণ! তোমরা যা পালন করো না এমন কথা কেন বলো?" (সূরা আস-সাফ, আয়াত ২)
একটি হাদিসে মহানবি(স:) বলেছেন,
"যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন নাই।"(মুসনাদে আহমাদ)
আসুন আমরা সকলে আল্লাহ্ ও আল্লাহর রসূল(সঃ) এর নির্দেশ মোতাবেক ওয়াদা পালন মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে নিজেও লাভবান হই এবং আমাদের সামাজকে শান্তিময় করে গড়ে তুলি।
হে আল্লাহ্ তুমি আমাদের তোমার নির্দেশ অনুযায়ী ওয়াদা পালন করে তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান কর। আমিন।।