Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: protima.ns on April 17, 2017, 09:38:56 AM

Title: আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
Post by: protima.ns on April 17, 2017, 09:38:56 AM
নতুন পদ্ধতি!
নানা সময়ই চিকিৎসকরা বলতে থাকেন প্লাস্টিকের বোতলে পানি পান শরীরে পক্ষে খুবই খারাপ। এমনকী, চিকিৎসকরা বলে থাকেন প্লাস্টিকের বোতলে পানি পান করলে নাকি হতে পারে ক্যানসারের মতো মারণ রোগ! শুধু রোগই নয়, প্লাসটিক তো নষ্ট করে পরিবেশের ভারসাম্যও। প্রতি বছর প্রচুর সংখ্যক প্লাস্টিক বোতল সমুদ্রে মিশে গিয়ে ক্ষতি করে সমুদ্রে থাকা প্রাণীদেরও।

প্লাস্টিকের ব্যাপারে মুশকিল আসান করতে এবার শিগগিরই বাজারে আসতে চলেছে ‘ওহো’। যা কিনা প্লাসটিকের বোতলে পানি পান করাকে একেবারেই ইতি দিতে চলেছে।

লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করে ফেলেছেন এমন এক জিনিস- যার নাম ‘ওহো’। পানির বড় মাপের বিন্দু মতো দেখতে এই ওহো মুখে পুড়ে ফেললেই পানির তৃষ্ণা গায়েব। এই ওহো নিয়ে যাত্রা করতেও সুবিধা। আর এর ফলে শরীর খারাপের সম্ভাবনাও কম।

তা কী দিয়ে তৈরি এই ওহো? ওহো-তে রয়েছে সোডিয়াম অ্যালগিনেট দিয়ে তৈরি দু’টি পাতলা পর্দা। সামুদ্রিক ব্রাউন অ্যালগি আর ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি হয় এই সোডিয়াম অ্যালগিনেট। এই পাতলা পর্দার মধ্যেই থাকে তরল পানি। যা কিনা একেবারেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। তবে এই ওহো, বাজারে আসতে আরও কিছুটা সময় লাগবে। শেষ মুহূর্তের পরীক্ষা-নীরিক্ষা নিয়ে ব্যস্ত আছেন ওহো-র গবেষকরা!
Title: Re: আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
Post by: Shahrear.ns on April 20, 2017, 05:35:03 AM
Thanks for sharing...
Title: Re: আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
Post by: mosfiqur.ns on April 20, 2017, 12:03:13 PM
 :)
Title: Re: আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
Post by: 710001603 on April 20, 2017, 12:30:56 PM
Great to know Sir :)
Title: Re: আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
Post by: shan_chydiu on April 20, 2017, 01:57:15 PM
Interesting…want to try
Title: Re: আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
Post by: Morshed on April 20, 2017, 10:41:07 PM
very informative.
Title: Re: আর প্লাস্টিকের বোতলে পানি পান নয়, এবার আসছে নতুন পদ্ধতি!
Post by: SabrinaRahman on April 25, 2017, 12:07:19 PM
Its high time for us to be sensitive in this issue.