Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Shahrear.ns on April 20, 2017, 05:56:01 AM

Title: মাকড়সায় কত খায়?
Post by: Shahrear.ns on April 20, 2017, 05:56:01 AM
সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা বলছেন, সারা বিশ্বে মাকড়সাগুলো কী পরিমাণ খাদ্য গ্রহণ করে সেই হিসেব তারা বের করেছেন।

বাজল্ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানীরা বলছেন, মাকড়সারা প্রতি বছর ৪০০ থেকে ৮০০ মিলিয়ন টন খাবার খায়। এর বেশির ভাগটাই পোকামাকড়।

প্রতি বছর মানুষও প্রায় একই পরিমাণ মাংস খেয়ে থাকে।

ড. মার্টিন নিফলার চার দশক ধরে গবেষণা চালিয়ে এই তথ্য জোগাড় করেছেন।

বিজ্ঞানীরা বলছেন, এই গবেষণার মধ্য দিয়ে প্রাণীজগতের ফুড চেইন বা খাদ্য-শৃঙ্খলে এবং পোকা-মাকড় নিধনে মাকড়সার গুরুত্ব সম্পর্কে মানুষ আরো সচেতন হবে।