Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Topic started by: Shahrear.ns on April 20, 2017, 05:58:37 AM

Title: নিমেষে ব্যথা ভ্যানিশ 'পঞ্চকর্মা'র জাদুতে
Post by: Shahrear.ns on April 20, 2017, 05:58:37 AM
 শরীর থেকে মন। রোজ বাড়ছে ব্যথা-যন্ত্রণা। সীমা ছাড়াচ্ছে স্ট্রেস। গোড়ালি ব্যথা থেকে মাইগ্রেন। শরীর -থেকে মন। সব ব্যথা নিমেষে ভ্যনিশ  হয়ে যাবে। ব্যাথা ভ্যানিসের যাদুমন্ত্রের নাম আয়ুর্বেদের পঞ্চকর্মা। বলছেন বিশেষজ্ঞরা।

কী এই পঞ্চকর্মা?

আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে শরীরকে টক্সিনমুক্ত করার পদ্ধতিই পঞ্চকর্মা। পঞ্চকর্মা বিশেষজ্ঞদের মতে সব রোগের উৎস হল দেহে জমা হওয়া টক্সিন। টক্সিন শরীরে বায়ু, পিত্ত, কফের সমতা নষ্ট করে। পঞ্চকর্মার বিশেষ পদ্ধতি শরীরকে ডিটক্সিফায়েড করে দেহের গভীরে বাসা বাধা ব্যথা আর মনের স্ট্রেস দূর করে।

পঞ্চকর্মার ৫ পদ্ধতি

পঞ্চকর্মের জন্য বিশেষ পদ্ধতিতে শরীরকে ডিটক্সিফায়েড করা হয়। মোট পাঁচটি উপায়ে শরীরকে  টক্সিন মুক্ত করা হয়। এগুলি হল বমন, বিরেচন, বস্তি, নস্য এবং রক্তমোক্ষণ।

হাঁটু -পিঠের ব্যথা, মাইগ্রেন সারাতে রয়েছে আলাদা আলাদা চিকিৎসা পদ্ধতি। বিভিন্ন ধরনের ওষধি দিয়ে ম্যাসাজ করা হয়। মাইগ্রেনের ব্যথা, স্ট্রেস কমাতে রয়েছে শিরোধারা চিকিৎসা। চিকিৎসকদের পরামর্শে নানা ধরনের  প্রাকৃতিক উপাদান ও তেল ব্যবহার করা হয় এই চিকিৎসায়।

ব্যথা আপনার রোজের সঙ্গী। কোনও চিকিৎসায় লাভ হচ্ছে না। একবার ট্রাই করে দেখতেই পারেন প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি।

নতুন বার্তা/এমআর
Title: Re: নিমেষে ব্যথা ভ্যানিশ 'পঞ্চকর্মা'র জাদুতে
Post by: didarul alam on April 24, 2017, 03:23:45 PM
Thanks for sharing
Title: Re: নিমেষে ব্যথা ভ্যানিশ 'পঞ্চকর্মা'র জাদুতে
Post by: SabrinaRahman on April 25, 2017, 10:50:51 AM
Thanks for sharing.