Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Faculty Forum => Topic started by: sushmita on April 20, 2017, 02:45:04 PM

Title: One Story
Post by: sushmita on April 20, 2017, 02:45:04 PM
রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেট্রিক পোলের সাথে একটি কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দেখি কাগজের গায়ে লেখা,
''আমি ৫০ টাকার একটা নোট হারিয়েছি। আপনারা যদি কেউ খুঁজে পান তবে আমাকে সেটি পৌছে দিলে বাধিত হব, আমি চোখে খুব কম দেখি"।
তারপরে নিচে একটি ঠিকানা । আমি এরপর খুঁজে খুঁজে ঐ ঠিকানায় গেলাম। গিয়ে দেখি দাওয়ায় এক বয়স্ক মহিলা বসে আছেন। আমার পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন কে এসেছে। আমি বললাম, মা, আমি রাস্তায় আপনার ৫০ টাকা খুঁজে পেয়েছি আর তাই সেটা ফেরত দিতে এসেছি। এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, ' বাবা, এই পর্যন্ত অন্তত ৩০-৪০ জন আমার কাছে এসেছে এবং ৫০ টাকা করে দিয়ে বলেছে যে তারা এটি রাস্তায় খুঁজে পেয়েছে। বাবা, আমি কোন টাকা হারাই নাই, ঐ লেখাগুলাও লিখি নাই। আমি খুব একটা পড়ালেখা জানিও না।' আমি বললাম, আপনি টাকাটা রেখে দিন। ফেরার সময় তিনি বললেন, 'বাবা, একটা অনুরোধ তুমি যাওয়ার সময় ঐ কাগজটা ছিড়ে ফেলো। ' আমি উনার বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ ঐ কাগজটি ছেড়েনি। আর মনে মনে ভাবছিলাম ঐ মানুষটির কথা যিনি ঐ নোটটি লিখেছেন। ঐ সহায়সম্বলহীন বুড়ো মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য তাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়লো একজনের কথায়। তিনি এসে বললেন, 'ভাই, এই ঠিকানাটা কই বলতে পারেন, আমি একটি ৫০ টাকার নোট পেয়েছি , এটা উনাকে ফেরত দিতে চাই।'

ঠিকানাটা দেখিয়ে দিয়ে হঠাৎ করে দেখি চোখে জল চলে আসলো, আর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, দুনিয়া থেকে মানবতা শেষ হয়ে যায়নি!
Title: Re: One Story
Post by: murshida on April 20, 2017, 04:48:48 PM
very good
Title: Re: One Story
Post by: SabrinaRahman on April 24, 2017, 08:37:06 PM
Thanks for sharing.
Title: Re: One Story
Post by: murshida on April 25, 2017, 05:12:25 PM
nice
Title: Re: One Story
Post by: murshida on May 11, 2017, 04:40:06 PM
nice
Title: Re: One Story
Post by: murshida on May 13, 2017, 11:57:34 AM
nice
Title: Re: One Story
Post by: murshida on May 24, 2017, 02:05:46 PM
good