Daffodil International University

Faculty of Science and Information Technology => Software Engineering => Topic started by: afsana.swe on April 20, 2017, 05:10:16 PM

Title: উইন্ডোজ সলিটেয়ার জেতা কষ্টকর: বিল গেটস
Post by: afsana.swe on April 20, 2017, 05:10:16 PM
উইন্ডোজ কম্পিউটাররে জনপ্রিয় গেইম ‘সলিটেয়ার’। ১৯৮৮ সালে এটি উদ্ভাবন করেন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের ইন্টার্ন ওয়েস চেরি।
এক সাক্ষাৎকারে চেরি জানান, ৮০-এর দশকে তিনি এই গেইমটি তৈরি করেন। বিষণ্ণতা কাটিয়ে উঠতে সহায়ক গেইমটি। এতে কর্মক্ষেত্রের কার্যকারিতা বৃদ্ধি পায় বলেও উল্লেখ করা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।

গেইমটি তৈরির বিষয়ে চেরি বলেন, “সে সময় খুব বেশি গেইম ছিল না, তাই আমাদের এটি তৈরি করতে হয়েছে।”

মাইক্রোসফট তাৎক্ষণিকভাবেই গেইমটি নিয়ে কাজ শুর করে। তবে, প্রথম দিকে এটিকে গেইম হিসেবে প্রচার করেনি প্রতিষ্ঠানটি। তারা গ্রাহককে মাউস চালনা শেখানোর টুল হিসেবে এটি ব্যবহার করেছে।
http://bangla.bdnews24.com/tech/article1319966.bdnews
Title: Re: উইন্ডোজ সলিটেয়ার জেতা কষ্টকর: বিল গেটস
Post by: Nazia Nishat on April 20, 2017, 06:23:56 PM
Very interesting post.... Mam