Daffodil International University

Career Development Centre (CDC) => Career Guidance => Various Resource for Career Development => Topic started by: Junayed on April 09, 2011, 08:52:00 AM

Title: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: Junayed on April 09, 2011, 08:52:00 AM

1. TAKE A DEEP AND CONTINUOUS BREATH. Count up to 50 or imagine your aggressor just naked, only in socks. This will help you to calm and smile.

2. HAVE A WALK. LOOK AT HIGH SKY. Continue to breathe deep and easily. So you appraise the situation and calm down.

3. DO SOME PHYSICAL EXERCISES. When you are angry- your body is very tensed and tough. If you stretch your muscles it will relax your body, as you will spill out all your negative energy into action. Your brains will get more oxygen and it assists to clear your thoughts.

4. WRITE DOWN ALL YOUR THOUGHTS. Write down that you are mad and why. Avoid being rational, logical or laconic. Write on paper all you are feeling this moment. Try to write all in details. The function of this technique is to shift all your anger out of your head on paper.

5. BE GRATEFUL. Find someone to thank. Do you not forget about yourself. Thank that you have woken up today, thank that the Sun is shining for you, that the sky is blue and the grass is green.

6. PRAYER. Ask God to be with you during this anger moment and lead you.

7. MEDITATION. Close your eyes, look into solar plexus, and be all your anger, breathing deeply.

8. CHANGE OF PLACES. Move yourself on your enemy’s place. And look at situation from his point of view. Better look at the situation from the ceiling. Focus on details, especially on funny and absurd ones. Strive to forgive your enemy as well as forgive truly yourself.

9. GO BACK TO YOUR CHILDHOOD MEMORIES. Recollect state when you were angry. Hug this child and say: “All is ok. I am here. You are good child. I love you and I will not leave you.”

10. YOUR VALUES. What is the most significant thing in your life? Who are the most important people in your life? What kind of person do you want to be? Think and accept that point that you are living your life, and you are living your values. There is a good man inside you that wants to help you.



Courtesy by...
Md. Anowar Habib Kazal
 Public Relations Officer
Daffodil International University
Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: Yousuf.Chy on July 03, 2011, 02:47:42 PM
Very useful methods...Thanks for posting...
Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: nature on May 03, 2012, 11:31:07 PM
This is the useful and nice methods for control your emotional anger, because anger is a very bad things.
Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: goodboy on May 04, 2012, 07:37:47 PM
I think this steps are really practical to perform.....personally I've maintained some of those......& will maintain.....thanks for sharing.
Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: Shamim Ansary on May 05, 2012, 03:30:23 AM
ক্রোধ নিয়ন্ত্রণ করবেন কিভাবে

ক্রোধ আসলে একটি সাধারণ সুস্থ মানবিক আবেগ। তবে অনিয়মিত ক্রোধ ক্ষতিকারক যা প্রায়ই দৈনন্দিন জীবনধারা, সাংসারিক সম্পর্ক ও জীবনের স্বাভাবিক গুণগতমান নষ্টসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে এবং আপনাকে ভাবতে বাধ্য করে যে, আপনি উন্মাত্ত আবেগ ও উত্তেজনা দ্বারা নিয়ন্ত্রিত একজন মানুষ..
 
ক্রোধ দ্বারা নিয়ন্ত্রিত হবার পূর্বে এর নিয়ন্ত্রণ

ক্রোধ কি? আমরা সবাই তা জানি এবং সাময়িক বিরক্তিবোধ বা উন্মাদ উত্তেজনায় আমরা তা অনুভবও করি।

ক্রোধ আসলে একটি সাধারণ সুস্থ মানবিক আবেগ। তবে অনিয়মিত ক্রোধ ক্ষতিকারক যা প্রায়ই দৈনন্দিন জীবনধারা, সাংসারিক সম্পর্ক ও জীবনের স্বাভাবিক গুণগতমান নষ্টসহ বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে এবং আপনাকে ভাবতে বাধ্য করে যে, আপনি উন্মাত্ত আবেগ ও উত্তেজনা দ্বারা নিয়ন্ত্রিত একজন মানুষ।

ক্রোধ কি

ক্রোধের প্রকৃতিঃ ক্রোধ বিশেষজ্ঞ বিখ্যাত মনোবিজ্ঞানী ডাঃ চার্লস পিলবার্গার এর মতে ক্রোধ হলো এমন এক ধরনের আবেগ যা বিরক্তিবোধ থেকে গভীর আক্রোশে ও উন্মুক্ত উত্তেজনা পর্যন্ত বিস্তৃত। অন্যান্য আবেগ-এর মত ক্রোধও মানসিক ও জৈবিক পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ক্রোধান্ব্বিত হলে হৃদকম্পনও রক্তচাপ বৃদ্ধির সাথে সাথে বলদায়ক হরমোন এড্রেনালিন হরমোন ও নর এড্রেনালিক হরমোনের মাত্রাও বৃদ্ধি পায়।

আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় বিষয়ই ক্রোধের কারণ হতে পারে। আপনি যেমন একজন বিশেষ ব্যক্তির উপর ক্রোধান্ব্বিত হতে পারেন (যেমন সহকর্মী বা তত্ত্বাবধায়ক) আবার তেমনি কোনো ঘটনাও আপনাকে ক্রোধান্ব্বিত করতে পারে (যেমন ট্রাফিক জ্যাম বা যাত্রা বিরতি) আপনার ব্যক্তিগত সমস্যার ভীতি ও বিষণ্নতাও অনেক সময় ক্রোধের কারণ হয়। তাছাড়া কোনো দুঃখজনক ঘটনা বা ক্ষোভের স্মৃতিও ক্রোধানুভূতিকে ত্বরান্ব্বিত করতে পারে।

ক্রোধের বহিঃপ্রকাশ

ক্রোধের সহজাত স্বাভাবিক বহিঃপ্রকাশ আক্রমণাত্মক। ক্রোধ কোনো হুমকি মোকাবেলায় একটি স্বাভাবিক প্রক্রিয়া যা অনেক সময় শক্তিশালী আক্রমণাত্মক ব্যবহারের মাধ্যমে আমাদেরকে বহিঃআক্রমণ থেকে রক্ষা করে। এই অর্থে ক্রোধের একটি নির্দিষ্ট মাত্রা আমাদের অস্তিত্ব রক্ষায় স্বাভাবিকভাবেই প্রয়োজনীয়। তবে একথা মনে রাখা দরকার যে, বিরক্তি উদ্বেগকারী যে কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা শারীরিকভাবে আক্রমণ করতে পারি না। আইন, সামাজিক রীতি, নীতি সাধারণ মানবিক বোধ আমাদের ক্রোধের মাত্রাকে নির্ধারণ করে দিয়েছে।

নিয়ন্ত্রিতভাবে ক্রোধ প্রকাশে মানুষ চেতন ও অচেতন বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে থাকে। এর মধ্যে ৩টি প্রধান কৌশল হলো প্রকাশ, অবসান ও শান্তকরণ।

প্রকাশঃ ক্রোধ প্রকাশের সাবলীর এবং গ্রহণযোগ্য ভঙ্গি হলো অনাক্রমণাত্মক দৃঢ় প্রত্যয়ন। এটা করতে গেলে আমাদের জানা উচিত কিভাবে অন্যের ক্ষতি না করে নিজের প্রয়োজন ও তা মেটানোর পদ্ধতির প্রচ্ছন্ন প্রকাশ করা যায়। তবে বিবেচ্য বিষয় হলো এ ধরনের প্রকাশ একতরফা নিজের প্রয়োজনকে অন্যের ওপর চাপিয়ে দেয়ার কোনো প্রায়াস নয় বরং নিজের অধিকারবোধ এবং অন্যের প্রতি কর্তব্যবোধেরই বহিঃপ্রকাশ।

অবসান

অনেক সময় ক্রোধ দমনও করা যায় এবং তা ভিন্ন খাতে প্রকাশিত করা যায়। কোনো ব্যক্তি বা বিষয় যদি ক্রোধের কারণ হয়; তবে তার সম্পর্কে চিন্তা না করে বরং কিছু গঠনমূলক বিষয়ে চিত্ত নিবিষ্ট করে ক্রোধ দমন করা সম্ভব তবে এই অবদমনমূলক পদ্ধতির কিছু নেতিবাচক দিক রয়েছে যেমন-অবদমিত ক্রোধ আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ ও বিষণ্নতা সৃষ্টি করতে পারে। এছাড়াও অবদমিত ক্রোধ অনেক সময় মানসিক ব্যাধিতে রূপ লাভ করে। যেমন অযৌক্তিক পরোক্ষ বিরোধ প্রবণতা, অনর্থক শত্রুতা ও নৈরাশ্যতা ইত্যাদি। ক্রোধের গঠনমূলক বহিঃপ্রকাশে অপারগ ব্যক্তিরা অযথাই সমালোচনামূলক হয় এবং নৈরাশ্যতায় আচ্ছন্ন থাকে। তাদের পর্যাপ্ত সামাজিক সম্পর্কও থাকে না।

সুপ্তকরণঃ ক্রোধের সুপ্তকরণ বা আভ্যন্তরীণ প্রশান্তকরণের মাধ্যমে ক্রোধ নিয়ন্ত্রণ করা যায়। ক্রোধের শুধু বাহ্যিক প্রকাশ নিয়ন্ত্রণ না করে হৃদকম্পন নিয়ন্ত্রণ ও আবেগ প্রশমনের মাধ্যমে আভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায়।

ডাঃ সিপলবার্গারের মতে-যখনই এই তিনটার কোনোটিই কার্যক্ষম না থাকে কেবল তখনই কোনো ব্যক্তি বা বস্তুর আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

ক্রোধ ব্যবস্থাপনাঃ ক্রোধ ব্যবস্থাপনার উদ্দেশ্যে হলো ক্রোধ উদ্বেগকারী আবেগানুভূতি ও মানসিক উত্তেজনার প্রশাসন। আসলে বিরক্তিকর উদ্রেগকারী ব্যক্তি বা বস্তু থেকে আমরা সবসময় মুক্ত নই বা পরিহারও করতে পারি না আবার তা পরিবর্তনও করতে পারি না, সুতরাং এক্ষেত্রে যা করা যায় তা হলো আত্মনিয়ন্ত্রণ।

আপনি কি প্রচন্ড ক্রদ্ধ?

ক্রোধের মাত্রা ও তাড়না নির্ধারণ এবং এর নিয়ন্ত্রণ কৌশল উদ্ভাবনে মনোবৈজ্ঞানিক অনেক পরীক্ষা রয়েছে। আসলে ক্রোধজনিত সমস্যা সম্পর্কে আমাদের সকলেরই কমবেশি ধারণা রয়েছে। তবে ক্রোধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বা ভয়াবহ রূপ লাভ করলে তা নিয়ন্ত্রণে সহজতর কৌশলগত সহযোগিতা লাভে মনোবৈজ্ঞানিক সহযোগিতা নেয়া যায়।

আপেক্ষিকভাবে কিছু লোক কেন ক্রোধপ্রবণ?

ক্রোধ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মনোবিজ্ঞানী ডঃ ডেফেনবেকার-এর মতানুসারে কিছু লোক সত্যিকার অর্থেই অপেক্ষাকৃত ক্ষেপাটে প্রকৃতির; তারা সহজেই কোনো কারণে প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। আবার এমন অনেকেই আছেন যারা দৃষ্টকটুভাবে ক্রোধের বহিঃপ্রকাশ না ঘটালেও স্বাভাবিকভাবে বদমেজাজি ক্রোধপ্রবণ লোক সবসময়ই বেপরোয়া আচরণ করে না। অনেক সময়ই তারা নিজেদেরকে সামাজিকভাবে অন্তঃমুখী করে রাখে, গোমরামুখো হয় এবং শারীরিকভাবে অসুস্থ থাকে।

কোনো কোনো মনোবিজ্ঞানীর মতে সহজে ক্রোধপ্রবণ লোক প্রায়ইশ হতাশ থাকে এবং তাদের ধৈর্যের মাত্রাও নিম্ন। হতাশা, বিড়ম্বনা ও বিরক্তি সহসাই তাদেরকে বিচলিত করে, কোনো কিছুই তারা সহজভাবে নিতে পারে না। যে কোনো ধরনের অসঙ্গতেই দারুণ ভীত হয়ে পড়ে অর্থাৎ ছোটখাট ভুলেই তারা খেই হারিয়ে ফেলে। আসলে এর কারণও বহুবিধ একটি কারণ হতে পারে, বংশগত জৈবিক অনেক প্রমাণও মিলে। কিছু শিশু জন্মলগ্ন থেকেই খিটখিটে স্বভাবের হয় এবং আবেগ ও ক্রোধপ্রবণ হয়। অন্য আরেকটা কারণ হতে পারে সামাজিক। সাংস্কৃতিক ক্রোধকে প্রায়শই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় এবং আমরা বলে থাকি যে, বিষণ্নতা, শঙ্কা, উদ্বেগ ও অন্যান্য আবেগ প্রকাশ স্বাভাবিক হলেও ক্রোধ অযৌক্তিক। ফলেও আমরা একদিকে যেমন ক্রোধ নিয়ন্ত্রণে ব্যর্থ হই অন্যদিকে সঠিক মাত্রায় এর প্রকাশ কৌশলও শিখতে পারি না।

ক্রোধ প্রকাশ হতে দেয়া কতটা যৌক্তিক

কোনো কোনো মনোবিজ্ঞানী ক্রোধ প্রকাশ হতে দেয়াকে ভয়াবহ যুক্তি বলে মনে করেন, অনেকেই এই তত্ত্বকে আক্রমণের বৈধ লাইসেন্স মনে করেন এবং গবেষকগণ দেখেছেন যে, ক্রোধকে সহজাত ভঙ্গিতে প্রকাশ হতে দিলে কোনো সমস্যাই সমাধান হয় না বরং ক্রোধ প্রবণতা বেড়ে যায়। ক্রোধের কারণ অনুসন্ধান করে এর নিয়ন্ত্রণ কৌশল উদ্ভাবনই এবং এর চর্চাই উত্তম।

ক্রোধ নিয়ন্ত্রণে বিভিন্ন কৌশল

শিথিলায়নঃ শিথিলায়নের সহজ পদ্ধতি যেমন গভীর শ্বাস-প্রশ্বাস ও শিথিল চিত্র কল্পনা ক্রোধানুভূতি কমাতে সহায়তা করে। শিথিলায়নের ওপর বিভিন্ন বই ও প্রশিক্ষণ পদ্ধতি রয়েছে যা শিথিলায়নের কৌশল শিখাতে সহায়তা করে। যে কোনো উত্তজনার মুহর্তে এসব কৌশলের প্রয়োগ করে ক্রোধ নিয়ন্ত্রণ করা যায়, বিশেষ করে পারসপরিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগুলোর প্রয়োগ বেশ সাফল্যজনক।

শিথিলকরণের সহজ কিছু স্তর

মধ্যচ্ছদা থেকে গভীর শ্বাস-প্রশ্বাস নেয়া। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন যে, শুধু বক্ষদেশ থেকে নয় বরং অন্ত থেকে শ্বাস-প্রশ্বাস নেয়া প্রয়োজন।

মনে মনে শিথিল বা সহজবোধ করা এবং বারংবার এর চর্চা করা।

সহজ পদ্ধতির যোগ ব্যায়াম চর্চা করা যা পেশিকে শিথিল ও অনুভূতি শান্ত করে। কৌশলগুলোর প্রাত্যহিক চর্চা উত্তেজনা প্রশমনে স্বংক্রিয়ভাবে সহায়তা করে।

চিন্তা চেতনার পরিবর্তন

চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। রাগী ব্যক্তিরা সাধারণত উচ্চস্বরে কথা বলে অযথা চিৎকার করে, অভিমান করে অহেতুক প্রতিজ্ঞা করে। ক্রোধান্ব্বিত হয়ে সবকিছুতেই বাড়াবাড়ি ও নাটকীয় ভঙ্গি করে থাকে এবং ভাবনা চিন্তায়ও নাটকীয় পরিবর্তন আসে। যৌক্তিক চিন্তা ক্রোধ দমনে বিশেষ সহায়তা করে। ভাব প্রকাশে দুঃখজনক, ভয়ানক, ধ্বংসাত্মক এসকল উত্তেজক শব্দ পরিহার করে যথাসম্ভব কোমল শব্দের ব্যবহার করে সবকিছুই সহজভাবে গ্রহণ করা ক্রোধ দমনে সহায়ক।

কখনোই না ‘সবসময়ই’ এসব শব্দের ব্যবহারে সতর্ক হওয়া উচিত। এসকল শব্দের যথেচ্ছা ব্যবহার আপনার একজন ভালো হিতৈষীও নষ্ট করতে পারে। ধরা যাক, আপনার কোনো বন্ধু সব সময় দেরি করার কারণে আপনি যদি তাকে বকেন ‘তুমি কোনো সময়ই কথা দিয়ে কথা রাখ না, তুমি একজন কান্ডজ্ঞানহীন/কর্তব্য জ্ঞানহীন’ তাহলে এসব অপমানকর শব্দ সমস্যার সমাধান না করে বরং ক্ষতির কারণ হতে পারে। বরং উদ্দেশ্য সাধনে আপনার কুশলী হওয়া উচিত। মনে রাখতে হবে ক্রোধানুভূতি কখনোই মানসিক স্বস্তি আনে না।

যুক্তির কাছে ক্রোধ সবসময়ই পরাভূত হয়। সুতরাং চিন্তায় সবসময় যৌক্তিক হওয়া উচিত। আপনি সবসময়ই সংসারের কোনো না কোনো বৈরী পরিবেশের সম্মুখীন। সুতরাং এই বৈরী পরিবেশ থেকে ক্রুদ্ধ না হয়ে বরং যুক্তিসহকারে বা গঠনমূলকভাবে মোকাবিলা করলে জীবন ধারণে স্থিতিশীলতা আসবে।

আমরা স্বাভাবিকভাবে যা কিছু ভালো, সুন্দর এবং অনুকূল তাই প্রত্যাশা করি। ক্রোধ প্রবণ লোকেরা এর ব্যাত্যয় ঘটলে সহজেই উত্তেজিত হয়ে পড়ে। এই জন্য তাদেরকে তাদের আকাক্ষা সম্পর্কে সচেতন হওয়া উচিত। যা চাই তা পেতেই হবে এ ধরনের মনোভাব পরিহার করে চাওয়া-পাওয়ার ক্ষেত্রে মেনে নেয়ার মানসিক প্রবণতা তৈরি করতে হবে।

কোনো কিছু না পেলে হতাশ হওয়া বা দুঃখ পাওয়া স্বাভাবিক, কিন্তু্তু ক্রোধান্ধ হওয়া অযৌক্তিক।

অনেকেই ক্রোধকে আত্মতুষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করলেও আসলে প্রকৃতার্থে ক্রোধ দ্বারা আত্মতুষ্টি অসম্ভব।

(চলমান)
Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: Shamim Ansary on May 05, 2012, 03:45:38 AM
ক্রোধ নিয়ন্ত্রণ করবেন কিভাবে

প্রায়শই হতাশা এবং ক্রোধ জন্ম নেয় কিছু বাস্তব অপরিবর্তনীয় সমস্যা থেকে। এসব হতাশা বা ক্রোধ অস্বাভাবিক নয়। একটা সাধারণ বিশ্বাস বা চিন্তা প্রায়শই কাজ করে যে সব সমস্যারই সমাধান আছে। আসলে বাস্তবে তা সবসময় সত্য নয়। এক্ষেত্রে শুধু সমাধানের পথ না খুঁজে বর্তমান পরিস্থিতি মোকাবিলা করাই শ্রেয়।

কোনো সমস্যা সমাধানে পরিকল্পনা ও তার প্রয়োগিক অগ্রগতি যাচাই করা উচিত। এক্ষেত্রে সময় ব্যবস্থাপনা ও সংগঠন জ্ঞান সহায়ক হতে পারে। সমস্যার তাৎক্ষণিক সমাধান না হলেও প্রাথমিকভাবে সমস্যা মোকাবেলা করে সমাধানের পদ্ধতিগুলো অনুসন্ধান করে তার বিশ্লেষণের মাধ্যমে উপযুক্ত কৌশল প্রয়োগ করলে সমস্যা সমাধানে অগ্রগতি হয় এবং স্থিরতা আসে।

ভালো যোগাযোগ

ক্রোধ প্রবণ লোকেরা সাধারণত চট করে সিদ্ধান্ত নেয় যা প্রায়শই ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই কিছুটা সময় নিয়ে ঠান্ডা মাথায় যৌক্তিক চিন্তার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া উচিত। পাশাপাশি অন্যের মতামতের প্রতিও মনোযোগী হওয়া উচিত। ধরা যাক; আপনার স্বাধীনতা ও চলার গতি ও চেতনাকে কেউ যদি সমালোচনা করে বা খর্ব করার চেষ্টা করে, তবে উত্তেজিত না হয়ে মনোযোগ সহকারে তার এরূপ তৎপরতার মর্মার্থ উপলব্ধি করে কোনো সুচিন্তিত সিদ্ধান্ত নেয়া হবে বুদ্ধিমানের কাজ। এতে অনেক সমস্যারই শান্তিপর্ণ সমাধান হবে।

হাল্কা ঠাট্টা করা

হাল্কা রসিকতা ক্রোধ দমনে সহায়ক করতে পারে, বরং স্থিতিশীল চিন্তায় সহায়ক হয়। ক্রোধানুভূতির সময় চটুল বা আকর্ষণীয় আলাপচারিতা, কল্পনা ক্রোধ দমনে সহায়ক করে। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদেরকে কল্পনাপ্রসত অদ্ভুত চরিত্রে রূপায়ন করে বাস্তবে এরূপ কল্পনা করলে, মানসিক এমন একটি অবস্থা তৈরি হতে পারে যা আপনার উত্তেজিত প্রশমিত করতে ও ক্রোধ দমনে সহায়ক হবে।

রাগী লোকেরা নীতিগতভাবে প্রায় সকল সময়ই নিজেদেরকে সঠিক বলে চিন্তা করে এবং তাদের পরিকল্পনা ও চিন্তায় কারো হস্তক্ষেপ সহ্য করতে পারে না। এক্ষেত্রে আপনি ক্রোধ দমনে যে কৌশলটি ব্যবহার করবেন তা হলো-আপনার সাথে কেউ যদি কোনো কিছুতে দ্বিমত পোষণ করে তবে নিজেকে দেবতা হিসেবে কল্পনা করুন এবং ভাবুন আপনিই সবকিছুর নিয়ন্ত্রক। এরূপ চিন্তার ফলে ক্রোধের কারণগুলো আপনার কাছে তুচ্ছ বলে মনে হবে।

ক্রোধ দমনে রসিকতা করার সময় মনে রাখতে হবে; কোন সমস্যাকে ঠাট্টার ছলে উড়িয়ে দিলেই চলবে না বরং কারণমূলকভাবে সমস্যা সমাধানে সচেষ্ট হতে হবে। আরেকটা বিষয় হলো যে, নিতান্তই শ্লেষাত্মক বা আক্রমণাত্মক ঠাট্টা ক্রোধ প্রকাশেরই একটি ভূমিকা। আসলে ক্রোধ দমনে রসিকতা পদ্ধতি ক্রোধের কারণগুলোকে অবহেলা করারই কৌশল। কারণ অনেক ক্রোধই পরবর্তী পর্যায়ে অযৌক্তিক হাসির কারণ হয়ে দাঁড়ায়।

পরিবেশের পরিবর্তন

অনেক সময় আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার জন্য বিরক্তি ও উত্তেজনার কারণ হতে পারে। আপনার চারপাশের লোকজন ও পরিবেশ আপনাকে ক্রোধের ফাঁদে ফেলতে পারে, এক্ষেত্রে আপনার নিতান্তই ব্যক্তিগত সময় বের করে আত্ম চিন্তায় ও কর্মে ব্যস্ত থাকুন। পরিবেশের পরিবর্তন আত্মোন্নয়নে সহায়তা করতে পারে। উদাহরণস্বরূপ বলা যায়, কর্মজীবি মা নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বাড়ি ফিরে প্রথম সময়টাতেই সে তার সন্তান পরিচর্যায় বেশি মনোযোগী হয়।

ক্রোধ নিয়ন্ত্রণে আরো কিছু কৌশল

সময় নির্র্ধারণ রাতের একটা নির্দিষ্ট সময়ের কথোপকথন যদি আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা বা বিতর্কের সৃষ্টি করে। কারণ হতে পারে ক্লান্তি বা অভ্যাস। তবে কথোপকথনের অন্য সময় নির্ধারণ করুন যা উত্তেজনা প্রশমনে সহায়ক হবে।

পরিহারকারী এড়িয়ে চলা

কোনো কিছু নিতান্তই অপছন্দনীয় হলে তা এড়িয়ে চলা উত্তম, যদি আপনার সন্তানের আগোছালো কক্ষ আপনাকে প্রচন্ড ক্রুদ্ধ করে তবে দরজা বন্ধ রাখুন এবং নিজেকে শান্ত রাখুন।

বিকল্প অনুসন্ধান

যদি আপনার যাতায়াত প্রচন্ড যানজট আপনার চলার গতিতে ব্যাঘাত সৃষ্টি করে তবে বিকল্প পথ খুঁজে নেয়া উচিত। এক্ষেত্রে যানবাহন ও রুট পরিবর্তন করা সমীচীন।

আপনার কি পরামর্শ দরকার?

ক্রোধ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আপনার সামাজিক ও ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করে তাহলে ক্রোধ নিয়ন্ত্রণে পরামর্শ গ্রহণ করার বিষয়টি বিবেচনা করতে পারেন। একজন মনোরোগ বিশেষজ্ঞ আপনাকে আপনার ক্রোধ নিয়ন্ত্রণ কৌশল উদ্ভাবনে সহায়তা করতে পারেন।

চিকিৎসকের সাথে পরামর্শ করার সময় আপনার নিজের সমস্যা ভালোভাবে বুঝিয়ে বলুন এবং ক্রোধ ব্যবস্থাপনায় চিকিৎসকের মতামত নিন। এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন ক্রোধ ব্যবস্থাপনা শুধু আপনার ক্রোধানুভূতি প্রকাশেরই কৌশল নয় বরং আপনার ক্রোধজনিত সমস্যা সমাধানকরণ পদ্ধতি। মনোবিজ্ঞানীরা মনে করেন পরামর্শ গ্রহণের মাধ্যমে একজন উগ্র ক্রোধপ্রবণ লোকও ৮ থেকে ১০ সপ্তাহের মধ্যে মধ্যমানের ক্রোধপ্রবণ লোকে পরিণত হতে পারে। তবে এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতিও অনেকগুলো বিবেচ্য বিষয়।

প্রত্যয়ী প্রশিক্ষণ সম্পর্কে কি ভাবছেন?

এটা সত্য যে, ক্রোধপ্রবণ লোকদের উগ্রতার চেয়ে প্রত্যয়ী হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বেশিরভাগ বই এবং প্রশিক্ষণ সাধারণত মাঝারি মানের ক্রোধপ্রবণ লোকদের মধ্যে প্রত্যয় মনোভাব বিকাশে সহায়ক। এ ধরনের লোক আপেক্ষিকভাবে বেশি সক্রিয় বা অপ্রতিরোধ এবং প্রশ্রয়প্রবণ। তারা অন্যের সিদ্ধান্তকে প্রায়শই বিনা বাধায় মেনে নেয়। তবুও কিছু চূড়ান্ত হতাশ মুহর্তে কিছু কৌশল সহায়ক ভূমিকা পালন করতে পারে।

মনে রাখতে হবে ক্রোধকে বর্জন করা যায় না বা উপেক্ষাও করা যায় না এবং তা করা বুদ্ধিমানের কাজও নয়। আপনার সব রকমের প্রচেষ্টা সত্ত্বেও কিছু কিছু বিষয়ে হতাশা বা বিষণ্ন হওয়া স্বাভাবিক। জীবনের মুহর্তগুলো কোনো না কোনোভাবে বিষণ্নতা, হতাশা, দুঃখ বেদনা দ্বারা আচ্ছন্ন। আপনি ইচ্ছা করলেই এগুলো পরিবর্তন করতে পারেন না। আপনি যা করতে পারেন তা হলো আপনার প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা। আপনার উত্তেজক প্রশমন করে ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলে বরং জীবন সুখী এবং সুন্দর হয়।


অধ্যাপক ডাঃ এএইচ মোহাম্মদ ফিরোজ
এফসিপিএস এমআরসিপি এফআরসিপি

Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: sadique on May 18, 2012, 09:40:35 PM
wow......nice sharing...both in  bangla and english  are very useful and it should be used in our practical life in every moment........
Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: Shabnam Sakia on October 04, 2012, 05:12:06 PM
Very effective  method for the practical life.....Thanks for the information's.
Title: Re: 10 ways to control your EMOTIONAL ANGER
Post by: Muntachir Razzaque on November 22, 2012, 12:23:28 PM
Very good posts....................