Daffodil International University

IT Help Desk => News and Product Information => Topic started by: rumman on April 21, 2017, 09:34:50 AM

Title: Facebook will continue to worry!
Post by: rumman on April 21, 2017, 09:34:50 AM

প্রযুক্তি মানুষকে ক্রমে শারীরিকভাবে অলস করে দিচ্ছে। মানুষের হয়ে অনেক কাজই করে দিচ্ছে রোবট। এখন যা-ও একটু-আধটু আঙুল চালাচালি করে মানুষ ফেসবুক চালায়, তাও মনে হয় অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে। কারণ সামাজিক এই যোগাযোগমাধ্যম এখন এ নিয়েই গবেষণা চালাচ্ছে।

বিবিসির খবর অনুযায়ী, শুধু চিন্তা করে কিংবা স্পর্শ করেই মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ করবে। পরস্পরের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এখনকার মতো লেখালেখি কিংবা কথা বলার প্রয়োজনই হবে না। মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম কিংবা স্পর্শ বুঝতে সক্ষম—এমন প্রযুক্তি নিয়ে আসবে ফেসবুক। ক্যালিফোর্নিয়ায় সফটওয়্যার নির্মাতাদের এক সম্মেলনে তেমনটিই জানিয়েছে প্রতিষ্ঠানটি। তারা ৬০ জনের এক গবেষক দল নিয়ে কাজও শুরু করে দিয়েছে।

গবেষকরা মূলত চেষ্টা করছেন মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম হবে এমন প্রযুক্তি উদ্ভাবনের। কম্পানিটি বলছে, মস্তিষ্ক নিয়ন্ত্রিত কম্পিউটার যোগাযোগই একসময় সাধারণ যোগাযোগমাধ্যমে পরিণত হবে। আর এ প্রযুক্তির মাধ্যমে বিশেষভাবে উপকৃত হবে তারাই, যারা দৃষ্টিশক্তিহীন। তখন তারা টাইপ না করেই লিখতে পারবে। এমনকি তা অন্যের কাছে পাঠাতে পারবে
সূত্র : বিবিসি।
Source: কালের কণ্ঠ    ২১ এপ্রিল, ২০১৭