Daffodil International University

Faculty of Science and Information Technology => Software Engineering => Topic started by: Nazia Nishat on April 23, 2017, 01:04:00 AM

Title: সন্তানের কাছে বাবা-মা’র একটি চিঠি
Post by: Nazia Nishat on April 23, 2017, 01:04:00 AM

প্রিয় সন্তান,

আমি যখন বার্ধক্য উপনীত হবো আমি আশা করবো তুমি আমাকে বুঝবে এবং আমার সাথে ধৈর্যশীল হবে।

ধরো আমি যদি হঠাৎ থালা ভেঙ্গে ফেলি অথবা টেবিলে স্যুপ ফেলে নষ্ট করি, কারণ আমি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, আশা করি তুমি আমার প্রতি চিৎকার করবে না।

বয়স্ক মানুষ খুব স্পর্শকাতর

তুমি যখন চিৎকার করে কথা বলো তখন তারা নিজের কাছে খুব ছোট হয়ে যায়, অসহায় আর অপরাধী মনে করে নিজেকে। ।

যখন আমার শ্রবণ শক্তি শেষ হয়ে আসছে এবং আমি শুনতে পাচ্ছি না তুমি কি বলছ ।।

তোমার তখন আমাকে বধির বলা উচিত নয়।
দয়া করে তুমি পুনরায় বলো অথবা লিখে দেখাও।

আমি দুঃখিত বাবা আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার পা দুর্বল হয়ে আসে

আমি মনে মনে চাই তোমার সে ধৈর্য্য থাকবে আমাকে দাঁড়াতে সাহায্য করার জন্য।
যেভাবে আমি তোমার পাশে ছিলাম, যখন তুমি ছোট ছিলে হাঁটতে শিখছিলে পা পা করে....

আমার কথা শোন

যখন আমি অসহায়ের মত তোমার নিকট কথা বলবো.. ভাঙ্গা রেকর্ডের মত

আমি চাইবো তুমি শুধু আমার কথাটুকু শুনবে........
আমাকে নিয়ে ঠাট্টা করো না... অথবা আমার কথা শুনে বিরক্ত হয়ো না.....
তোমার মনে আছে??

তুমি ছোট থাকতে আমার কাছে একটা বেলুন চেয়েছিলে!!!!!
সেটা না পাওয়া পর্যন্ত তুমি বারবার আমাকে সেটাই বলতে.... সারাক্ষণ জিজ্ঞাসা করতে..... “কখন দেবে কখন দেবে...”

এবং আমার গন্ধ সহ্য করো...
বৃদ্ধের মতই আমার গন্ধ হবে....
এজন্য

দয়া করে আমাকে গোসল করার জন্য জোর করো না।

আমি যখন সহজে রেগে যাই............

এটা বয়স্ক হবার একটা সাধারণ দোষ,

বার্ধক্য আসলে তুমি নিজেই বুঝতে পারবে।
আর যখন তোমার অলস সময় থাকবে

আমি আশা করবো তুমি আমার সাথে একটু সময়ের জন্য হলেও কথা বলো............
আমি এ সময় সর্বদা একাকীত্বে ভুগি এবং কথা বলার মানুষ পাই না ।
আমি জানি তুমি ব্যস্ত থাকো কাজের মাঝে.....
যদিও তুমি আমার কথায় ও গল্পে আনন্দ না পাও.....
আমার জন্য কিছু সময় রেখো
তুমি যখন ছোট ছিলে তোমার কি মনে পড়ে ?
তোমার খেলনা টেডিবিয়ারের কথাও আমি শুনতাম.....

যখন সময় আসবে আমি অসুস্থ হয়ে পড়বো এবং
বিছানায় শায়িত হয়ে পড়বো

আমি আশা করি তুমি এটুকুধৈর্য্য রাখবে জীবনের শেষ মুহুর্তগুলো আমাকে দেখে রাখা জন্য।

আমি আর বেশি দিন বেঁচে থাকব না.....
যাই হোক
যখন আমার মৃত্যু আসবে......
তুমি কি আমার হাত ধরে থাকবে না, যা আমাকে মৃত্যুকে আলিঙ্গন করার জন্য সাহস যোগাবে?

এবং চিন্তা করো না.....
যখন আমার সৃষ্টিকর্তার সাথে দেখা হবে
আমি তার কানে অবশ্যই বলবো........

তোমাকে অনুগ্রহ করতে....

কারণ তুমি তোমার বাবা-মাকে ভালোবেসেছিলে
তোমার যত্ন ও সহমর্মিতার জন্য ধন্যবাদ
আমরা তোমাকে ভালবাসি ।। ।।

Title: Re: সন্তানের কাছে বাবা-মা’র একটি চিঠি
Post by: Mafruha Akter on April 23, 2017, 10:01:00 AM
 :'(
Title: Re: সন্তানের কাছে বাবা-মা’র একটি চিঠি
Post by: Fahad Zamal on April 23, 2017, 11:55:33 AM
We should learn from this. They are blessing for us. 
Title: Re: সন্তানের কাছে বাবা-মা’র একটি চিঠি
Post by: Anuz on April 23, 2017, 12:05:32 PM
Parents is our GOD. So, we should be careful about them.
Title: Re: সন্তানের কাছে বাবা-মা’র একটি চিঠি
Post by: afsana.swe on April 24, 2017, 12:42:44 AM
Mam, it makes me crying. I don't know why...