Daffodil International University

Faculty of Science and Information Technology => Science and Information => Topic started by: Md. Mirazul Islam (Miraz) on April 24, 2017, 11:04:51 AM

Title: মাস্টারকার্ডকে সুরক্ষিত করতে আসছে এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
Post by: Md. Mirazul Islam (Miraz) on April 24, 2017, 11:04:51 AM
@@ মাস্টারকার্ডকে সুরক্ষিত করতে আসছে এবার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর @@
[/b]

মাস্টারকার্ড সিস্টেমে এবার অ্যাড হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন থেকে কার্ড চুরি হয়ে গেলেও আর কোনও ভয় নেই।  দক্ষিণ আফ্রিকায় মাস্টারকার্ডে এই টেকনোলজি দু’টির সফল পরীক্ষা চালানোর পর আত্মপ্রকাশ করতে চলেছে এটি।  জানা গিয়েছে, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত মোবাইলের মতোই কাজ করবে এই কার্ডটি।  জিনিস কেনাকাটার সময় ইউজারদের সেন্সরের উপর আঙুল রাখতে হবে।  যার ফলে কার্ড থাকবে অনেক বেশি সুরক্ষিত।  এছাড়া কার্ডটি টার্মিনালের ইলেক্ট্রিসিটি ব্যবহার করবে, ফলে এর নিজস্ব ব্যাটারির প্রয়োজন হবে না।  এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যদিও এই কার্ড-ব্যবস্থা বায়োমেট্রিক প্রযুক্তির বিচক্ষণ প্রয়োগ।

Link:http://www.bdictnews24.com/archives/1723 (http://www.bdictnews24.com/archives/1723)