Daffodil International University

Faculties and Departments => Faculty Sections => Departments => Topic started by: SabrinaRahman on April 24, 2017, 01:21:07 PM

Title: হাতের কাছেই সহজ সমাধান
Post by: SabrinaRahman on April 24, 2017, 01:21:07 PM

হাতের কাছেই সহজ সমাধান



দ্রুত কাপড় শুকাতে
হাতে সময় কম কিন্তু কাপড় ভেজা, কী করবেন? শুকনো একটা তোয়ালে নিন। ভেজা কাপড় পেঁচিয়ে নিন তাতে। তারপর জোরসে চিপড়ে ফেলুন। শুকাতে দিন বাতাসে। দেখবেন, দ্রুত শুকিয়ে যাবে কাপড়চোপড়।

জুতার দুর্গন্ধ দূর করতে
এ এক ভীষণ বিড়ম্বনা। ঠেকানোর উপায়টাও সহজ। একটা টিব্যাগ রেখে দিন দুর্গন্ধময় জুতার ভেতরে, গন্ধ পালাবে। আর জুতাটা যদি হয় ভেজা, তাহলেও সমাধান আছে। একটু চাল ও বেকিং সোডা রেখে দিন জুতার ভেতরে। এভাবে কেটে যাক দু-তিন দিন। জুতার ভেজা ভাব দুর্গন্ধ দূর হবে।

জুতা আঁটসাঁট হলে
নতুন জুতা আঁটসাঁট হলে মনটাও হয়ে খটমট। খবরের কাগজ ভিজিয়ে ঠেসে ভরুন জুতার ভেতরে। কাগজ শুকিয়ে গেলে বের করে ফেলুন, জুতা পায়ে দিলেই পাবেন হাতেনাতে ফল!

দ্রুত আগুন ধরাতে
ভেজা কাঠখড় দিয়ে আগুন জ্বালানো কঠিন। বিশেষ করে কোথাও ক্যাম্পিংয়ে গেলে এই সমস্যা অহরহই হয়। সঙ্গে যদি খাওয়ার চিপস থাকে তাহলে আগুন জ্বলবে! কাঠখড়ের মধ্যে কয়েক টুকরো চিপস ছেড়ে দিন, দ্রুত আগুন জ্বলে উঠবে। চিপসে থাকা তেল ও চর্বি দ্রুত আগুন ধরাতে সাহায্য করে।

গোলাপের চারা গজাতে
মাটিতে ডাল পুঁতে গোলাপ গাছের চারা তৈরি করা হয়। কখনো সেই ডালে শিকড় গজায় কখনো গজায় না। অধিকাংশ সময় এটা হয় ডালটা পানি ও প্রয়োজনীয় উপাদানের অভাবে। একটু বুদ্ধি খাটালে গোলাপের ডাল থাকবে তরতাজা, কদিনের মধ্যে গজাবে শিকড়। এ জন্য আলু ব্যবহার করুন। গোলাপের ডাল মাটিতে পুঁতে রাখার আগে আলুতে গেঁথে রাখুন। এর ফলে ডালটা পানি ও প্রয়োজনীয় উপাদান পাবে।

ক্যানভাসের জুতা পানিরোধী করতে
ক্যানভাসের জুতা একটু পানিতে ভিজলেই যন্ত্রণা। সারাক্ষণ ভেজা ভেজা ভাব তো আছেই, দুর্গন্ধও বের হয় এ কারণে। মৌমাছির চাক থেকে আহরিত মোম এ ক্ষেত্রে দারুণ কাজে দেবে। বিশেষ করে বনে-জঙ্গলে ঘুরতে গেলে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন। প্রথমে মৌমাছির চাকের মোম জুতার ভেতরে ও বাইরে লাগিয়ে নিন। তারপর ব্লো ড্রায়ার দিয়ে বাতাস দিন। কিছুক্ষণ পরই আপনার জুতা হয়ে উঠবে পানিরোধী।
Title: Re: হাতের কাছেই সহজ সমাধান
Post by: Nayeem Arch on April 24, 2017, 04:08:35 PM
Thanks for sharing...
Title: Re: হাতের কাছেই সহজ সমাধান
Post by: ABM Nazmul Islam on April 26, 2017, 04:24:29 PM
helpful
Title: Re: হাতের কাছেই সহজ সমাধান
Post by: Sharminte on May 23, 2017, 01:45:20 PM
wow !!
Title: Re: হাতের কাছেই সহজ সমাধান
Post by: Anuz on May 23, 2017, 02:30:14 PM
Very Important Tips for our everyday life.
Thanks for sharing...........
Title: Re: হাতের কাছেই সহজ সমাধান
Post by: protima.ns on October 01, 2017, 08:47:03 PM
Thanks for sharing...
Title: Re: হাতের কাছেই সহজ সমাধান
Post by: munira.ete on December 19, 2017, 05:56:40 PM
 :)