Daffodil International University
Faculties and Departments => Faculty Sections => Topic started by: SabrinaRahman on April 25, 2017, 12:03:56 PM
-
মাছের ছোট বাড়ি
পানির ভেতরই বসবাস তাদের। পানির ভেতরই জন্ম, মৃত্যু। সারা দিনই তরতর করে সাঁতরে বেড়ায়। তাদেরও যেমন ক্লান্তি আসে না, আমাদেরও যেন দেখার শেষ হয় না। ঘরের মাছের কথাই বলছি। শখের বশে অনেকেই কিনে আনেন। পালেন। অ্যাকুয়ারিয়ামটি তখন মাছের ছোট বাড়ি হয়ে যায়। অ্যাকুয়ারিয়ামের পাইকারি ও খুচরা বাজার রাজধানীর কাঁটাবন। এখানে ফরমাশ দিলেই মিলবে গোল, লম্বাটে বিভিন্ন আকারের অ্যাকুয়ারিয়াম। চারকোনা অ্যাকুয়ারিয়ামের প্রচলন থাকলেও এখন আকারে এসেছে বৈচিত্র্য ও ভিন্নতা।
অ্যাকুয়ারিয়ামের আকার ও স্থান
কেউ চাইলেই নিজের বাড়ির সঙ্গে স্থায়ী অ্যাকুয়ারিয়ামও তৈরি করতে পারেন। এ বিষয়ে ইনসিগনিয়া স্টুডিওর স্থপতি মোহাম্মদ আল-মামুন বলেন, ছোট ও বড় বাড়ির আকারের ওপর নির্ভর করে স্থায়ী অ্যাকুয়ারিয়ামের আকার। সহজে চোখে পড়ে লিভিং রুমের এমন কোনা, ছাদ, ফোয়ারার নিচে, সোফার সেন্টার টেবিল অথবা লিভিং রুমের এক পাশের দেয়ালটিজুড়েই হতে পারে বৈচিত্র্যময় স্থায়ী অ্যাকুয়ারিয়াম। লিভিং ও ড্রয়িংরুমের মাঝের স্থানে রাখলেও এর সৌন্দর্য নজর কাড়বে সহজেই। নেচার অ্যাকোয়াটিকস উত্তরার অ্যাকুয়ারিয়াম এক্সপার্ট আশরাফ সিদ্দিকী রিজভী জানালেন, সাধারণত সহজে চোখে পড়ে বলে অ্যাকুয়ারিয়ামের জন্য বসার ঘরই আদর্শ। তবে কেউ চাইলে পড়ার টেবিলের পাশেও রাখতে পারেন শখের অ্যাকুয়ারিয়ামটি। বসার ঘরের জন্য ১২ ফুটের অ্যাকুয়ারিয়াম ভালো। তবে ছোট বসার ঘরের ক্ষেত্রে ২ বাই ২ ফুট কিউব অ্যাকুয়ারিয়াম মানাবে। অ্যাকুয়ারিয়ামের উচ্চতা হওয়া উচিত আড়াই থেকে তিন ফুট। অ্যাকুয়ারিয়াম রাখার স্থানটি নির্ধারণ করতে হবে এমন জায়গায়, যেখানে সূর্যের আলো পড়বে না আর ধুলাবালির আনাগোনাও কম।
আকার বুঝে মাছের সংখ্যা
সাধারণত ছোট গোল জারে ১ জোড়া ছোট মাছ বা কচ্ছপ, অ্যাকুয়ারিয়ামের আকার বড় হলে কয়েক জোড়া বিভিন্ন আকারের মাছ ছাড়াও একটি বা এক জোড়া কচ্ছপ রাখা যায়। তবে মাছ রাখার সময় খেয়াল রাখতে হবে, যেন বেশি আঁটসাঁট ভাব না হয়ে যায় ভেতরে। তবে ভালো করে জেনে নিতে হবে কোন মাছের সঙ্গে কোন মাছ রাখা যায় অ্যাকুয়ারিয়ামে।
অ্যাকুয়ারিয়ামের সাজসজ্জা ও দাম
অ্যাকুয়ারিয়াম তৈরির জন্য প্রতি ফুট গ্লাসের দাম ২৩০ টাকা এবং কাঠের ঘর প্রতি ফুট ২০০ টাকা। যদি চান গ্লাসের পেছনে লাগাতে পারেন বিভিন্ন দৃশ্যসহ পোস্টার। প্রতি ফুটের দাম ২০০ টাকা। এ ছাড়া বিভিন্ন রং ও আকারের পাথরকুচির দাম ২০-৮০ টাকা। ফিল্টারের দাম পড়বে ৪০-১৫০ টাকা। বর্ণিল আলোর জন্য লাইট ১০০-৫০০০ টাকা। বিভিন্ন ধরনের শোপিস ৫০-২০০ টাকা। চায়না অক্সিজেন পাম্প ১৫০-২৫০ টাকা। বিভিন্ন আকার ও আকৃতির কৃত্রিম গাছের দাম ২০-৪৫০ টাকা। চাইলে সমুদ্র বা পাহাড়ে ঘুরতে গিয়ে পাওয়া বা কিনে আনা পাথর, শঙ্খ, ঝিনুক, কড়িটি দিয়েও সাজিয়ে ফেলতে পারেন শখের অ্যাকুরিয়ামটি।