Daffodil International University
Faculty of Science and Information Technology => Software Engineering => Topic started by: Tristan06006 on April 25, 2017, 07:14:49 PM
-
পদ্মা নদীর মাঝিরা এবার নৌকা চালাবেন ঢাকার রাস্তায়। ট্যাক্সি সার্ভিস 'উবার'-এর পর ঢাকার রাস্তায় এবার চলতে শুরু করেছে, মানে ভাসছে বিশেষ নৌকা সার্ভিস 'কুবের'। খোঁড়াখুঁড়ি কিংবা বৃষ্টিপাতজনিত কারণে কিংবা অযথাই তলিয়ে যাওয়া ঢাকার যে কোনো রাস্তায় এই সেবা পাওয়া যাবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
eআরকি সঙবাদদাতা জানান মালিবাগ, শান্তিনগর, বাড্ডাসহ যেসব এলাকার স্থলপথগুলো হালকা বর্ষণেই জলপথ হয়ে যায়, সেসব এলাকার বাসিন্দাদের জন্য এই সার্ভিসে ফ্রি রাইড, বোনাস রাইড এমন বেশ কিছু সেবা দেওয়া হবে। নিয়মিত রাইডারদের জন্য ছাতা, রেইনকোট, চিড়া, মুড়ি ইত্যাদি উপহারও রাখা হবে বলে জানা গেছে।
ক্যাশ টাকা বা ডেবিট/ক্রেডিট কার্ডের পাশাপাশি নারীদের জন্য কানের সোনা দিয়েও ভাড়া পরিশোধ করার বিশেষ ব্যবস্থা থাকছে বলে জানান ফারুক নামের এখন কুবের ড্রাইভার। তবে সকল নারী যাত্রী নয় বরং কুবের মাঝির পছন্দ অনুযায়ী এক বা দুইজন যাত্রীই এই সুবিধা ভোগ করতে পারবেন। কুবের সার্ভিসের পরীক্ষামূলক একটি রাইডের যাত্রী কপিলা বেগম বলেন, 'রাইড ভালো লেগেছে। মালিবাগ থেকে মগবাজার-গুলিস্তান হয়ে মাত্র তিন ঘন্টায় কামরাঙ্গীরচর ঘুরে এলাম। মাঝিও দেখতে অসাম। আই এম লাভিং ইট!'
গুগল প্লে স্টোর ও অ্যাপল স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নেয়া যাবে যে কোনো মুঠোফোনের মাধ্যমে। তবে KUBER লিখে ৪২০-তে মেসেজ পাঠালে নকিয়া ১১০০ দিয়েও এই সেবাটি পাওয়া যাবে।
নৌ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় এই সার্ভিসটি বাজারে এনেছে কুবের টেকনোলজিস লিমিটিড।
Reference:
http://www.earki.com/news/article/763/%E0%A6%89%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0
-
খুবই মজার বিষয় । যে ভাবে জলাবদ্ধতা হচ্ছে এক সময় তাই হবে ।
-
Seriously !!!!!!!!
-
:D
-
Sarcastic post :P
-
Great :D
-
Thanks all
-
Great
-
8)