Daffodil International University
Entertainment & Discussions => Sports Zone => Football => Topic started by: Md. Alamgir Hossan on April 27, 2017, 08:50:45 AM
-
নিষিদ্ধ নেইমার, বিশ্রামে লুইস সুয়ারেস। আক্রমণভাগে ‘এমএসএন’ ত্রয়ীর মধ্যে ছিলেন কেবল লিওনেল মেসি। পয়েন্ট টেবিলের তলানির দল ওসাসুনাকে উড়িয়ে দিতে এর বেশি কিছু লাগলো না বার্সেলোনার। কাম্প নউয়ে বুধবার রাতে ৭-১ গোলে জিতে এই রাউন্ডে লা লিগার শীর্ষে থাকা নিশ্চিত করলো লুইস এনরিকের দল।
এক ঘণ্টার মাথায় মাঠ থেকে উঠে যাওয়ার আগে জোড়া গোল করেন মেসি। দুটি করে গোল করেন আন্দ্রে গোমেস আর পাকো আলকাসেরও। অপর গোলটি হাভিয়ের মাসচেরানোর।
শুরু থেকেই বলে একচেটিয়া নিয়ন্ত্রণ রেখে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। প্রতিপক্ষের পাস ধরে মাথা আর পায়ের টোকায় বল নিয়ন্ত্রণে রেখে ডি-বক্সের দিকে ছুটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাঠান মেসি।
আগের ম্যাচেই বার্সেলোনার জার্সিতে ৫০০ গোলের মাইলফলকে পৌঁছা আর্জেন্টিনা ফরোয়ার্ডের এই গোল দর্শকরা উদযাপন করে ১০ নম্বর জার্সি উঁচিয়ে ধরে; রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ মুহূর্তে জয়সূচক গোল করে যেভাবে জার্সি উঁচু করে ধরেছিলেন মেসি।
৩০তম মিনিটে ইভান রাকিতিচ ক্রস থেকে ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার আন্দ্রে গোমেস। সাত মিনিট পর হাভিয়ের মাসচেরানোর ভাসিয়ে দেওয়া বলে মাথা লাগাতে না পারায় নষ্ট হয় বার্সেলোনার আরেকটি সুযোগ। একটু পর মেসির বাড়ানো বলে পাকো আলকাসেরের হেড কোনোমতে ফেরান গোলরক্ষক।
বিরতির পর তৃতীয় মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে উল্টো দিকে পাঠিয়ে ব্যবধান কমান রবের্তো তরেস। তবে ঘুরে আর দাঁড়াতে পারেনি দলটি। দুই মিনিট পর মাসচেরানোর হেড সালভাতোরে সিরিগুর হাতে লেগে পোস্টে লেগে ফেরে।
৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান গোমেস। কর্নার থেকে বল বুক দিয়ে নামিয়ে পিকের শট বারে লেগে ফিরলে ফিরতি শটে বল জালে পাঠান পর্তুগিজ এই মিডফিল্ডার।
চার মিনিট পর আবার মেসির দুর্দান্ত গোল। ডি-বক্সের খানিকটা বাইরে বল পেয়ে আড়াআড়ি দৌড়ে জায়গা বানিয়ে জোড়ালো শটে জালে জড়ান পাঁচবারে বর্ষসেরা এই তারকা। কিছুই করার ছিল না গোলরক্ষকের।
এবারের লা লিগায় আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো সর্বোচ্চ ৩৩টি। ২৪টি গোল নিয়ে গোলদাতাদের তালিকায় দুই নম্বরে আছে সুয়াসে। ১৯টি গোল নিয়ে এর পরে ক্রিস্তিয়ানো রোনালদো।
গোলের একটু পরই বুসকেতসকে অধিনায়কের আর্মব্যান্ড দিয়ে দর্শকদের করতালির মধ্যে মাঠ ছাড়েন মেসি।
বার্সেলোনার আক্রমণের তোপ তাতে কমেনি। ৬৪তম মিনিটে তুরানের উচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনোকুনি শটে জালে পাঠান পাকো আলকাসের।
তিন মিনিট পর পেনাল্টি থেকে বার্সেলোনার জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল করেন হাভিয়ের মাসচেরানো। সেই ২০১০ সাল থেকে তিনশর বেশি ম্যাচ খেললেও গোল করা আর হয়ে ওঠেনি আর্জেন্টিনার এই মিডফিল্ডারের।
দেনিস সুয়ারেসকে ডি-বক্সে ফাউল করা হলে এই স্পটকিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি
৮৬তম মিনিটে গোলরক্ষককে কাটিয়ে আলকাসেরর দ্বিতীয় গোলে হতাশা আরও বাড়ে ওসাসুনার।
-
Great!