Daffodil International University
Faculty of Science and Information Technology => Software Engineering => Topic started by: Rubaida Easmin on April 30, 2017, 08:53:09 AM
-
মোবাইল ইন্টারনেটের দাম নিয়ে অপারেটরদের সংগঠন অ্যামটব বলছে, গ্রাহক পর্যায়ে ডেটা প্যাকেজের মূল্য নির্ধারণে ইন্টারনেট ব্যান্ডইউডথ কেনার খরচের তেমন কোনো ভূমিকা নেই। তারা বলছে, এক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক স্থাপন ও তা রক্ষণাবেক্ষণের ব্যয় সবচেয়ে বড় ভূমিকা রাখে। এছাড়া ১০০ টাকা ইন্টারনেট ব্যবহারে ২১ দশমিক ৭৫ টাকা সরাসরি চলে যায় ১৫ শতাংশ মূল্য সংযোজন কর, ৫ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ হিসেবে।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘ইন্টারনেটের ক্রয় মূল্য ২৬ পয়সা, গড় বিক্রয় মূল্য ২১৭ টাকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে তা নিয়ে ফেইসবুকে জোর আলোচনা শুরু হয়। মোবাইল অপারেটররা অতিরিক্ত দাম নিচ্ছেন বলে সমালোচনা করেন অনেকে। এই প্রেক্ষাপটে ইন্টারনেটের মূল্য বিভ্রান্তি দূর করতে পাইকারি থেকে গ্রাহক পর্যায়ে মূল্য নির্ধারণের বিষয়ে অপারেটদের পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ব্যাখ্যা দিতে বলে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
http://m.bdnews24.com/bn/detail/business/1327114 (http://m.bdnews24.com/bn/detail/business/1327114)
-
Informative