Daffodil International University
Faculty of Science and Information Technology => Software Engineering => Topic started by: Tristan06006 on May 06, 2017, 11:45:23 PM
-
১। নাম, কন্টাক্ট ছাড়া খুব বেশি পার্সোনাল ডিটেইল প্রয়োজন নেই, স্পেস বাচান, সেখানে কি কাজ করেছেন, আউটপুট নিয়ে কথা বলুন।
২। সিজিপিএ কোন কাজে আসে না, এটা মুছে ফেলতে পারেন। কাজ তুলে ধরুন।
৩। কোন স্পেশাল কেস ছাড়া ভাষা উল্লেখের দরকার নেই, সফট স্কিল উল্লেখের ক্ষেত্রে কিসের ভিত্তিতে লিখছেন সেটা উল্লেখ করুন।
৪। অপ্রয়োজনীয় জব ডেস্ক্রিপশান সরিয়ে ফেলুন, রেজাল্ট ও পটেনশিয়ালিটি নিয়ে লিখুন।
৫। মিড ও সিনিয়র লেভেলে যাওয়ার পর রেফারেন্স সরিয়ে ফেলুন। ২ পেজে সিভি নামিয়ে আনুন। সিভিকে নিজের সাফল্য গাথা হিসেবে প্রকাশ করুন।
বিজনেস ইনসাইডার ও ফরবস অবলম্বনে।
-
Informative :)
-
Thanks!