Daffodil International University

IT Help Desk => Internet => Topic started by: sisyphus on May 07, 2017, 05:04:58 PM

Title: ফেসবুকের মন্তব্যেও জানানো যাবে প্রতিক্রিয়া
Post by: sisyphus on May 07, 2017, 05:04:58 PM
ফেসবুকের কমেন্ট বা মন্তব্য অংশে ‘রিঅ্যাকশন’ বা প্রতিক্রিয়া ইমোজি দেওয়ার সুযোগ চলে এসেছে। গত বছরে ফেসবুক কর্তৃপক্ষ এই রিঅ্যাকশন বাটন ফেসবুকের জন্য চালু করে। গত বুধবার প্রান্তিক আয় ঘোষণার সময় মন্তব্য অংশে রিঅ্যাকশন বোতামগুলো চালু করার ঘোষণা দেয় ফেসবুক।

(http://i.imgur.com/EhpU3zQ.jpg)

ফেসবুকের কোনো পোস্টে যেভাবে লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি দিয়ে প্রতিক্রিয়া জানানো যায়, এখন থেকে মন্তব্যেও এগুলো ব্যবহার করা যাবে। ডেস্কটপে লাইক বাটনের ওপর পয়েন্টার রেখে এই ইমোজি নির্বাচন করা যায়। অ্যাপ থেকে লাইক বাটনটি চেপে ধরে এই রিঅ্যাকশন নির্বাচন করা যায়।

ফেসবুকের একজন মুখপাত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাডউইককে বলেছেন, ‘ব্যবহারকারীদের কাছ থেকে শুনেছি, এখন অনেকেই ফেসবুকে আলাপচারিতায় তাঁদের প্রতিক্রিয়া জানাতে চান। তাই মন্তব্যের মধ্যেও তাঁদের প্রতিক্রিয়া জানানোর সুযোগ করে দেওয়া হচ্ছে।’


তথ্যসূত্র: গ্যাজেটস নাউ, প্রথম আলো
Title: Re: ফেসবুকের মন্তব্যেও জানানো যাবে প্রতিক্রিয়া
Post by: Nujhat Anjum on September 12, 2017, 02:10:51 PM
Nice post
Title: Re: ফেসবুকের মন্তব্যেও জানানো যাবে প্রতিক্রিয়া
Post by: Nujhat Anjum on September 12, 2017, 02:13:53 PM
Thanks for your post.