Daffodil International University
IT Help Desk => Internet => Topic started by: sisyphus on May 07, 2017, 05:06:11 PM
-
উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেমনির্ভর সারফেস ল্যাপটপ আনল মাইক্রোসফট। ২ মে নিউইয়র্ক সিটিতে এক অনুষ্ঠানে মাইক্রোসফট ডিভাইসেস বিভাগের প্রধান প্যানস প্যানায় সাড়ে ১৩ ইঞ্চি মাপের এই ল্যাপটপের ঘোষণা দেন।
প্যানায় বলেন, যে শিক্ষার্থীরা হাইস্কুল ছাড়ার পথে, তাঁদের লক্ষ্য করে মাইক্রোসফট এ ল্যাপটপ বাজারে আনছে। অনেকের সঙ্গে আলাপ করে দেখা গেছে, সবাই সারফেস ল্যাপটপ চায়। তাই সুন্দর একটি ল্যাপটপ বাজারে আনা হলো।
(http://i.imgur.com/PxPAawB.jpg)
ল্যাপটপটিতে নতুন উইন্ডোজ ১০ এস অপারেটিং সিস্টেম ব্যবহার করায় এতে উইন্ডোজ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে। ল্যাপটপটিতে পিক্সেলসেন্স ডিসপ্লে ব্যবহৃত হয়েছে, যাতে সারফেস পেন সমর্থন করবে। ইনটেল কোর আই ৫ ও কোর আই ৭ প্রসেসর মডেলে এটি পাওয়া যাবে। এর ব্যাটারি লাইফ হবে সাড়ে ১৪ ঘণ্টা।
মাইক্রোসফটের দাবি, সারফেস ল্যাপটপ আই ৭ ম্যাকবুক প্রোর চেয়ে দ্রুত কাজ করবে। এতে ম্যাকবুক এয়ারের চেয়ে বেশিক্ষণ ব্যাটারি চলবে।
ল্যাপটপ যাতে গরম না হয়, এ জন্য নকশায় অ্যালুমিনিয়াম কাঠামোতে বাষ্প চেম্বার যুক্ত করেছে মাইক্রোসফট। কোর আই ৫ সংস্করণটিতে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি এসএসডি থাকবে। এর দাম হবে ৯৯৯ মার্কিন ডলার। তথ্যসূত্র: সিনেট।
-
Wow..........nice.
-
Thanks for your post.